মন্তেশ্বর থানার পিপলন গ্রামে বাড়ি থেকে এক তরুণের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম বিক্রম চন্দ্র। বয়স ১৯ বছর। একটি বেসরকারি সংস্থায় নার্সিং-এর প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে বাড়ির দোতলার একটি ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। এর পর প্রতিবেশীদের সহায়তায় সেই দেহ নামিয়ে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
আরও পড়ুনঃ নেই একডালিয়া, টালা! একাধিক গাইডলাইন পুলিশের, এক নজরে রেড রোড পুজো কার্নিভাল
আরও পড়ুন: 'হাতিয়ার' সিঙ্গুর! নভেম্বরে 'বড়' প্ল্যান! পঞ্চায়েত ভোটের আগে কোমর বাঁধছে বিজেপি শিবির
পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ জমা পড়েনি। অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মৃতের বাবা তাপস চন্দ্রের দাবি, একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল ছেলে। তা থেকে সমস্যা দেখা দেয়। তারই পরিণতিতে এই ঘটনা। তিনি বলেন, একটি সুইসাইড নোটে প্রেমিকার হুমকি ও প্রতারণার চাপের কথা ছেলে জানিয়ে গিয়েছে। পুলিশ তা খতিয়ে দেখুক।
সদ্য কৈশোর পার করা বিক্রমের এই পরিণতিতে শোকস্তব্ধ এলাকার বাসিন্দা, আত্মীয় পরিজন বন্ধু-বান্ধব সকলেই। বন্ধুদের বক্তব্য, ও যে এমন পদক্ষেপ নেবে তা কখনই টের পাইনি। তা হলে হয়তো তাঁকে বুঝিয়ে সঠিক পথে ফেরানো যেত। কিন্তু সেই সুযোগ পাওয়া গেল না। পুলিশ জানিয়েছে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলেও প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। এ ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত কথা বলা হবে।