জানা যায়, পুরুলিয়া শহরের পাঁচ যুবক কাঁসাই নদীতে স্নান করতে গিয়েছিল, সেই সময় জলের তোড়ে বিকাশ দাস নামক এক ১৫ বছরের যুবক জলের তোড়ে ভেসে যায়। তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করেও তাকে আর খুঁজে পাওয়া যায় নি। খবর দেওয়া হয় ওই যুবকের পরিবারে ও টামনা থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ। পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দল। যুবকের সন্ধানে তল্লাশি চালায় তারা।
advertisement
আরও পড়ুন: একই নামে দুই গ্রাম, মুর্শিদাবাদে বাড়ি ফিরতে গিয়ে ভুলে ট্রেনে উঠে পড়ল নাবালিকা! তার পর?
পরিবারের দাবি , খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল বিকাশ। পরিবারের কেউই জানত না সে নদীতে স্নান করতে আসবে। বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে এই দুর্ঘটনা ঘটে। বিকাশ তলিয়ে যাওয়ার পর। তার এক বন্ধুই বাড়িতে খবর দেয়। তারপরই তারা কাঁসাই নদীর পাড়ে আসেন।
আরও পড়ুন: স্কুল থেকেই ছাত্রীরা গেল সিনেমা হলে, বিশেষ শিক্ষার জন্য দেখান হল এই ফিল্ম
এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। যুবকের সন্ধানে ক্রমাগতই সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে যায় বিপর্যয় মোকাবিলা টিম বলে টামনা থানা সূত্রে জানা গিয়েছে। তবে এদিন কোনও খোঁজ মেলেনি।