TRENDING:

North 24 Parganas: দিদিকে বলো- তে ফোন করে লাভই লাভ, আবাস যোজনায় ঘর পেলেন ১-২ টি নয়, ১৪৯ টি পরিবার

Last Updated:

North 24 Parganas: ফোন কলে আবাস যোজনার ঘর পেল সুন্দরবনের ১৪৯টি পরিবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা : হিঙ্গলগঞ্জ ‘দিদিকে বল’ নম্বরে ফোন করে, আবাস যোজনার ঘর পেল সুন্দরবনের ১৪৯টি পরিবার। ইতিমধ্যে আবাস যোজনার চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। আর কিছুদিনের মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে আবাস যোজনা উপভোক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি অনুদান ঢুকতে শুরু করবে।
advertisement

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের দরিদ্র সীমা নিচে থাকা এই পরিবারগুলো এর আগে বারবার প্রধান ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিল। ২০১৮-১৯ সালে তাদের লিস্টে নাম আসেনি।

আরও পড়ুন – Bangladesh’s Richest Man: টাকার গরম দেখাতে এলেও বাংলাদেশকে মুখ লুকোতে হবে, বাংলাদেশের ‘প্রিন্স’-র টাকা হাসিনার ৪০ হাজার গুণ হলেও ভারতের বিলয়নিয়দের ধারেকাছেও নেই

advertisement

এই প্রথম ‘দিদিকে বল’ ফোন নম্বরে ফোন করে প্রকল্পের আওতায় ঘর পেল। এতদিন খোলা আকাশের নিচে থাকত, মাথার উপর পেতে চলেছে, এরফলে রীতিমতো খুশি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথের স্যান্ডেলের বিল পাঁচটি পরিবার শেফালী গাইন, খালেক গাজী, আব্দুল সামাদ গাজী, সহ ১৪৯টি পরিবার।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত সপ্তাহে প্রথম ‘দিদিকে বল’ ফোন নম্বরে ফোন করে ঘর পেল। রীতিমতো চোখে মুখে হাসির ছাপ। তাড়াতাড়ি জানায়, আমরা কোনদিন ঘর পাব আশা করিনি প্রশাসন এগিয়ে এসেছে আমরা খুশি। সানডেলেের বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকে শুধু এই গ্রামে পাঁচটি পরিবার নয় হিঙ্গলগঞ্জ ব্লক এ ১৪৯ টি পরিবার ‘দিদিকে বল’ ফোন নম্বরে ফোন করে সরাসরি আবাস যোজনা ঘর পেয়েছেন। আমরাও খুশি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas: দিদিকে বলো- তে ফোন করে লাভই লাভ, আবাস যোজনায় ঘর পেলেন ১-২ টি নয়, ১৪৯ টি পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল