উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের দরিদ্র সীমা নিচে থাকা এই পরিবারগুলো এর আগে বারবার প্রধান ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিল। ২০১৮-১৯ সালে তাদের লিস্টে নাম আসেনি।
advertisement
এই প্রথম ‘দিদিকে বল’ ফোন নম্বরে ফোন করে প্রকল্পের আওতায় ঘর পেল। এতদিন খোলা আকাশের নিচে থাকত, মাথার উপর পেতে চলেছে, এরফলে রীতিমতো খুশি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথের স্যান্ডেলের বিল পাঁচটি পরিবার শেফালী গাইন, খালেক গাজী, আব্দুল সামাদ গাজী, সহ ১৪৯টি পরিবার।
গত সপ্তাহে প্রথম ‘দিদিকে বল’ ফোন নম্বরে ফোন করে ঘর পেল। রীতিমতো চোখে মুখে হাসির ছাপ। তাড়াতাড়ি জানায়, আমরা কোনদিন ঘর পাব আশা করিনি প্রশাসন এগিয়ে এসেছে আমরা খুশি। সানডেলেের বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকে শুধু এই গ্রামে পাঁচটি পরিবার নয় হিঙ্গলগঞ্জ ব্লক এ ১৪৯ টি পরিবার ‘দিদিকে বল’ ফোন নম্বরে ফোন করে সরাসরি আবাস যোজনা ঘর পেয়েছেন। আমরাও খুশি।