Bangladesh's Richest Man: টাকার গরম দেখাতে এলেও বাংলাদেশকে মুখ লুকোতে হবে, বাংলাদেশের ‘প্রিন্স’-র টাকা হাসিনার ৪০ হাজার গুণ হলেও ভারতের বিলয়নিয়দের ধারেকাছেও নেই

Last Updated:
India Bangladesh Relation: যাতেই ভারতকে চ্যালেঞ্জ করুক সেই বিভাগেই বলে বলে গোল খাবে, প্রিন্স নামের এই ব্যক্তির টাকা দেখিয়ে ঘোল দেখায় বাংলাদেশ, আসলে ভারতীয় কুবেরপতিদের থেকে কোথায়
1/7
: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে৷ বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে কিন্তু তা বলে তাদের দেশের বিলিয়নিয়রদের বড় অংশ এখনও নিজেদের রাজার হালেই রেখেছে। ভারতের ধনপতিদের নাম তো সকলেই জানেন৷ কিন্তু সেই আদানিদেরও সম্পত্তির পরিমাণে বলে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন -মুসা বিন শমসের৷
: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে৷ বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে কিন্তু তা বলে তাদের দেশের বিলিয়নিয়রদের বড় অংশ এখনও নিজেদের রাজার হালেই রেখেছে। ভারতের ধনপতিদের নাম তো সকলেই জানেন৷ কিন্তু সেই আদানিদেরও সম্পত্তির পরিমাণে বলে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন -মুসা বিন শমসের৷
advertisement
2/7
তাঁর ১২ বিলিয়ন ডলার সম্পত্তি৷  এই নেটওয়ার্থে তাঁর সঙ্গে ধারেকাছে আসতেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷ এই বিশাল সম্পত্তির জন্য তিনি বাংলাদেশের ধনীতম ব্যক্তি৷ এদিকে বাংলাদেশের ধনীদের তালিকায় এর পরপরেই নাম আসে সলমান এফ রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন৷ এঁদের বিপুল পরিমাণ সম্পত্তি ও সম্পত্তিবৃদ্ধির পরেও  ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন।
তাঁর ১২ বিলিয়ন ডলার সম্পত্তি৷  এই নেটওয়ার্থে তাঁর সঙ্গে ধারেকাছে আসতেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷ এই বিশাল সম্পত্তির জন্য তিনি বাংলাদেশের ধনীতম ব্যক্তি৷ এদিকে বাংলাদেশের ধনীদের তালিকায় এর পরপরেই নাম আসে সলমান এফ রহমান এবং সজীব ওয়াজেদ জয়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন৷ এঁদের বিপুল পরিমাণ সম্পত্তি ও সম্পত্তিবৃদ্ধির পরেও  ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন।
advertisement
3/7
মুসা বিন শমসেরকে বাংলাদেশের লোকেরা প্রিন্স মুসা বলেও ডাকে৷ তিনি শুধু বাংলাদেশের সবচেয়ে ধনীতম ব্যক্তিই নন, তিনি অন্যতম বিতর্কিতও। তিনি ড্যাটকো গ্রুপের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা চলে তাঁর নেতৃত্বে৷  পাওয়ার ব্রোকারেজের একটি কোম্পানিও তাঁর আছে৷
মুসা বিন শমসেরকে বাংলাদেশের লোকেরা প্রিন্স মুসা বলেও ডাকে৷ তিনি শুধু বাংলাদেশের সবচেয়ে ধনীতম ব্যক্তিই নন, তিনি অন্যতম বিতর্কিতও। তিনি ড্যাটকো গ্রুপের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা চলে তাঁর নেতৃত্বে৷  পাওয়ার ব্রোকারেজের একটি কোম্পানিও তাঁর আছে৷
advertisement
4/7
তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ১২ বিলিয়ন (আনুমানিক ৯৯,৬০০ কোটি টাকা), যা তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে ৪০,০০০ গুণ বেশি ধনী করে তোলে, যার সম্পদের মূল্য প্রায় ২.৪৮ কোটি টাকা, রিপোর্ট অনুযায়ী।
তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ১২ বিলিয়ন (আনুমানিক ৯৯,৬০০ কোটি টাকা), যা তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে ৪০,০০০ গুণ বেশি ধনী করে তোলে, যার সম্পদের মূল্য প্রায় ২.৪৮ কোটি টাকা, রিপোর্ট অনুযায়ী।
advertisement
5/7
মুসা বিন শমসের বনাম মুকেশ অম্বানিমুসা বিন শমসের বাংলাদেশের সম্পদের র‌্যাঙ্কিংয়ে আধিপত্য বিস্তার করেন, তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ভারতীয় ধনী ব্যবসায়ী মুকেশ অম্বানির সঙ্গে তুলনা করলে তার ভাগ্য কম। নভেম্বর পর্যন্ত, ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় মুকেশ আম্বানির মোট সম্পদ ১০১.১ বিলিয়ন ডলার। অম্বানির বৈচিত্র্যময় সাম্রাজ্য টেলিযোগাযোগ, খুচরা, পেট্রোকেমিক্যালস এবং খেলাধুলায় বিস্তৃত, মুসা বিন শমসেরে-র আনুমানিক সম্পদকে ছাড়িয়ে গেছে।
মুসা বিন শমসের বনাম মুকেশ অম্বানি
মুসা বিন শমসের বাংলাদেশের সম্পদের র‌্যাঙ্কিংয়ে আধিপত্য বিস্তার করেন, তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ভারতীয় ধনী ব্যবসায়ী মুকেশ অম্বানির সঙ্গে তুলনা করলে তার ভাগ্য কম। নভেম্বর পর্যন্ত, ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় মুকেশ আম্বানির মোট সম্পদ ১০১.১ বিলিয়ন ডলার। অম্বানির বৈচিত্র্যময় সাম্রাজ্য টেলিযোগাযোগ, খুচরা, পেট্রোকেমিক্যালস এবং খেলাধুলায় বিস্তৃত, মুসা বিন শমসেরে-র আনুমানিক সম্পদকে ছাড়িয়ে গেছে।
advertisement
6/7
যেখানে ভারতের আরেক ধনী ব্যবসায়ী গৌতম আদানির সম্পদ ফোর্বসের রিয়েল টাইম ধনী তালিকা অনুযায়ী ৬৩.৭ বিলিয়ন ডলার। মুসা বিন শমসের এখনও গৌতম আদানি এবং মুকেশ অম্বানির মতো ভারতের ধনী ব্যবসায়ীদের সাথে তুলনা করেন না।
যেখানে ভারতের আরেক ধনী ব্যবসায়ী গৌতম আদানির সম্পদ ফোর্বসের রিয়েল টাইম ধনী তালিকা অনুযায়ী ৬৩.৭ বিলিয়ন ডলার। মুসা বিন শমসের এখনও গৌতম আদানি এবং মুকেশ অম্বানির মতো ভারতের ধনী ব্যবসায়ীদের সাথে তুলনা করেন না।
advertisement
7/7
দারিদ্র্য এবং বেকারত্বের মতো আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, বাংলাদেশ তার কোটিপতিদের ভাগ্য বৃদ্ধির সাক্ষী হয়েছে। মুসা বিন শমসের এবং সলমান এফ রহমানের মতো ব্যক্তিরা বিশ্ব মঞ্চে বাংলাদেশি উদ্যোক্তাদের ক্রমবর্ধমান প্রভাব দেখাচ্ছে। মুকেশ অম্বানির মতো আন্তর্জাতিক চুম্বকদের তুলনায় এই বিলিয়নিয়ারদের সম্পদের পরিমাণ কমই থাকে।
দারিদ্র্য এবং বেকারত্বের মতো আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, বাংলাদেশ তার কোটিপতিদের ভাগ্য বৃদ্ধির সাক্ষী হয়েছে। মুসা বিন শমসের এবং সলমান এফ রহমানের মতো ব্যক্তিরা বিশ্ব মঞ্চে বাংলাদেশি উদ্যোক্তাদের ক্রমবর্ধমান প্রভাব দেখাচ্ছে। মুকেশ অম্বানির মতো আন্তর্জাতিক চুম্বকদের তুলনায় এই বিলিয়নিয়ারদের সম্পদের পরিমাণ কমই থাকে।
advertisement
advertisement
advertisement