আরও পড়ুন: একধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি, কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য
অমিত শাহর সভা শেষ হতেই উত্তেজনা ছড়ায় কাঁথিতে। সভাস্থলের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস ও গাড়ির কাচ ভাঙা অবস্থায় পাওয়া যায়। এরপরই দিঘা - নন্দকুমার জাতীয় সড়কের উপর একের পর এক গাড়ি-সরকার বাসে ভাঙচুর শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। ক্রমে গন্ডগোল ছড়াতে থাকে। দুর্মুটের চাঁদবেড়িয়ায় তৃণমূল পার্টি অফিসে প্রথমে ভাঙচুর চলে। এরপর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
advertisement
পালটা বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ করে ভাঙচুর শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। গাড়ি ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: সোনারপুরে তরুণীকে অপহরণের চেষ্টা দুষ্কৃতীদের , বাধা দেওয়ায় চলল গুলি
সংঘর্ষে আহত হন দু'পক্ষের বারো জন। আহত হন জেলা পরিষদের তৃণমূল সদস্য মানব বড়ুয়া, উপ-প্রধান দেবাশিস ভুঁইয়া। গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। অভিযোগ, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। আহত হন দুই পুলিশকর্মী। এই পরিস্থিতির জন্য একে অপরকে দায়ি করে বিজেপি-তৃণমূল।
আরও পড়ুন: মেরুকরণের অস্ত্রেই বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহের
গন্ডগোলের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক। আটকে পড়েন পর্যটকরা। ঘটনার প্রতিবাদে বুধবার কাঁথিতে ধিক্কার দিবসের ডাক দিয়েছে তৃণমূল। রবিবার কাঁথিতেই অমিত শাহর পালটা সভা করা হবে বলেও জানান শুভেন্দু অধিকারী।