মেরুকরণের অস্ত্রেই বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহের

Last Updated:
#কাঁথি: লোকসভা ভোটে বাংলা থেকে এবার অন্তত তেইশটি আসনে জয়। এই স্বপ্ন পূরণে বিজেপির অস্ত্র মেরুকরণ। কাঁথির সভা থেকে আরও একবার বুঝিয়ে দিলেন অমিত শাহ। উনিশে দাঁড়িয়ে ডাক দিলেন একুশে বাংলায় পরিবর্তনের।
বাংলায় এসে ফের পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি অমিত শাহের।
advertisement
২০১৪ সালে দেশ জুড়ে ছিল মোদি ঝড়। কিন্তু, বাংলায় বিজেপি জিতেছিল মাত্র দুটি আসন। সেই বাংলা থেকেই এবার অন্তত তেইশটি আসনের স্বপ্ন দেখছে বিজেপি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথির সভা থেকে সেই লক্ষ্যের কথা মনে করিয়ে দেন অমিত শাহ। এও বুঝিয়ে দেন, পাখির চোখ, উনিশের ফলে ভর করে, ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল সরকারকে উৎখাত করা।
advertisement
তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট, চিটফান্ডের মতো ইস্যুতেও অমিত শাহ এ দিন সরব হন। তবে, মেরুকরণের রাজনীতিকেই যে বিজেপি প্রধান অস্ত্র করতে চায়, তা দলের সর্বভারতীয় সভাপতির এ দিনের বক্তব্যে স্পষ্ট বলে মত পর্যবেক্ষকদের একাংশের।
অমিত শাহের গলায় কখনও অনুপ্রবেশকারী কখনও আবার শরণার্থী ইস্যু। পর্যবেক্ষকদের একাংশের মতে, আসল লক্ষ্য, ভোটের মুখে ধর্মীয় মেরুকরণের হাওয়া তোলা।
advertisement
বিজেপি এবার টার্গেট করেছে বাংলাকে। বার বার এ রাজ্যে এসে সভা করছেন দলের শীর্ষ নেতৃত্ব। আসছেন নরেন্দ্র মোদি-অমিত শাহেরাও। অমিত শাহের এ দিনের সভার পর ২ ফেব্রুয়ারি রাজ্যে নরেন্দ্র মোদি। সেদিন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে তাঁর সভা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেরুকরণের অস্ত্রেই বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement