আরও পড়ুন: South 24 Parganas News: সাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আবার কী হবে? চিন্তায় মৎস্যজীবীরা
বৃহস্পতিবার তনুপ পণ্ডিত এই বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে। তারপর তিনি ঘটনাটি জানান মনন সংগঠনের সংগঠক অপরেশ পণ্ডিতকে। অপরেশ পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের কো-অর্ডিনেটর ও ডট ফাউন্ডেশন এর সদস্য দীপঙ্কর পোড়েলকে জানান।
আরও পড়ুন: ১৬ চাকার লরির পিছনে ধাক্কা মারল ১২ চাকার লরি! কুলপির ১১৭ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
advertisement
এরপরেই তিনি দীপঙ্কর পরিবেশ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য সম্রাট মন্ডলের সঙ্গে যোগাযোগ করেন।বাস্তুতন্ত্রে এর গুরুত্ব ও ভূমিকা নিয়ে স্থানীয়দের অবগত করে দ্রুত পরিবেশে এই ধুম কাছিম বা ময়ূরী কছিমটিকে ছাড়ার ব্যবস্থা করেন, ডট ফাউন্ডেশন ও দি গ্রীন মিডো এবং হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এর যৌথ উদ্যোগে একটা সচেতনতা বার্তা দিয়ে কাছিমটিকে মুক্ত করে দেওয়া হয়। পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের কোঅর্ডিনেটর দীপঙ্কর পোড়েল জানান ” বিশ্ব কচ্ছপ দিবস এর থিম ডান্সিং টার্টেলস রক” ক্রমাগত এদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে তাই বার্তা শুধু একটাই এই পৃথিবী শুধু মনুষ্য জাতির নয় সকল প্রাণী ও উদ্ভিদের সমান ভাবে বাঁচার অধিকার আছে।