TRENDING:

Howrah News: বিশ্ব কচ্ছপ দিবসেই উদ্ধার ১২ কেজির ময়ূরী কাছিম! পরিবেশে ফিরিয়ে দেওয়া হল সচেতনতার বার্তা

Last Updated:

বিশ্ব কচ্ছপ দিবসে প্রায় ১২ কেজি ওজনের কাছিম উদ্ধার করে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দিয়ে সচেতনার তার বার্তা হাওড়ার পরিবেশ প্রেমী সংগঠনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাকেশ মাইতি, হাওড়া: প্রায় ১২ কেজি ওজনের ময়ূরী কাছিম উদ্ধার হাওড়ায়! হাওড়া জেলা নন ফরেস্ট জোন হলেও এই ঘন জনবসতির জেলায় বহু গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী বসবাস করে। একদিকে ঘন জনবসতি অন্যদিকে কলকারখানার বাড়বাড়ন্ত ফলে ক্রমশ ছোট হয়ে আসছে বন্যপ্রাণীদের বাসস্থান। সেই দিক থেকে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে জলজ ও বন্যপ্রাণীরা। সেইদিকেই গুরুত্ব রেখে তৎপরতার সঙ্গে ভূমিকা পালন করছে বনকর্মী এবং পরিবেশ কর্মীরা। জেলার মানুষকে সচেতনতার বার্তা দিয়ে বিশ্ব কচ্ছপ দিবসে একটি ধুম কাছিম বা ময়ূরী কাছিম উদ্ধারের পর মুক্ত করা হল।
advertisement

আরও পড়ুন: South 24 Parganas News: সাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আবার কী হবে? চিন্তায় মৎস্যজীবীরা

বৃহস্পতিবার তনুপ পণ্ডিত এই বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে। তারপর তিনি ঘটনাটি জানান মনন সংগঠনের সংগঠক অপরেশ পণ্ডিতকে। অপরেশ পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের কো-অর্ডিনেটর ও ডট ফাউন্ডেশন এর সদস্য দীপঙ্কর পোড়েলকে জানান।

আরও পড়ুন: ১৬ চাকার লরির পিছনে ধাক্কা মারল ১২ চাকার লরি! কুলপির ১১৭ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এরপরেই তিনি দীপঙ্কর পরিবেশ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য সম্রাট মন্ডলের সঙ্গে যোগাযোগ করেন।বাস্তুতন্ত্রে এর গুরুত্ব ও ভূমিকা নিয়ে স্থানীয়দের অবগত করে দ্রুত পরিবেশে এই ধুম কাছিম বা ময়ূরী কছিমটিকে ছাড়ার ব্যবস্থা করেন, ডট ফাউন্ডেশন ও দি গ্রীন মিডো এবং হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এর যৌথ উদ্যোগে একটা সচেতনতা বার্তা দিয়ে কাছিমটিকে মুক্ত করে দেওয়া হয়। পরিবেশ মঞ্চের আমতা ইউনিটের কোঅর্ডিনেটর দীপঙ্কর পোড়েল জানান ” বিশ্ব কচ্ছপ দিবস এর থিম ডান্সিং টার্টেলস রক” ক্রমাগত এদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ছে তাই বার্তা শুধু একটাই এই পৃথিবী শুধু মনুষ্য জাতির নয় সকল প্রাণী ও উদ্ভিদের সমান ভাবে বাঁচার অধিকার আছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বিশ্ব কচ্ছপ দিবসেই উদ্ধার ১২ কেজির ময়ূরী কাছিম! পরিবেশে ফিরিয়ে দেওয়া হল সচেতনতার বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল