TRENDING:

Mine Workers News: কাজে নেমেছিলেন, কিন্তু উঠে আসার ডুলি বন্ধ! খনির নিচে আটকে পড়লেন ১১২ জন শ্রমিক

Last Updated:

West Bardhaman News: খনির নিচে আটকে পড়েন প্রায় ১১২ জন শ্রমিক। যাদেরকে বেশ কয়েক ঘণ্টা খনির নিচেই আটকে থাকতে হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অন্ডাল, পশ্চিম বর্ধমান : কয়লা খনিতে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। কাজ করতে নেমে খনি শ্রমিকদের মৃত্যুর ছবিও সামনে আসে কখনও কখনও। যা নিয়ে শ্রমিক মহলের একটা বড় অংশের ক্ষোভ রয়েছে। আর তেমন দুর্ঘটনার ছবি আবার উঠে এল। পাণ্ডবেশ্বরের অন্তর্গত অন্ডালের ছোড়া ৭/৯ পিট কোলিয়ারিতে দেখা গেল বড় সমস্যা।
advertisement

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, বহু শ্রমিক তখন খনির নিচে কাজ করছিলেন। আর সেই সমস্ত খনি শ্রমিকদের উপরে তুলে আনার জন্য যে লিফটিং সিস্টেম অর্থাৎ ডুলি ব্যবহার করা হয়, সেখানেই দেখা দেয় সমস্যা। ডুলিটি কাজ করা বন্ধ করে দেয়। ডুলির ব্রয়লারে যান্ত্রিক গোলযোগের কারণে এই সমস্যা দেখা দেয়। ফলে খনির নিচে আটকে পড়েন প্রায় ১১২ জন শ্রমিক। যাদেরকে বেশ কয়েক ঘণ্টা খনির নিচেই আটকে থাকতে হয়েছিল।

advertisement

আরও পড়ুন Medical Students: পশ্চিমবঙ্গ থেকে এত পড়ুয়া মেডিক্যাল পড়তে কেন যান বাংলাদেশ? জানা গেল আসল কারণ

যদিও এই ঘটনার পরে বিকল্প একটি ব্রয়লারের ব্যবস্থা করা হয়। কিন্তু সেই ব্রয়লারের স্টিম তৈরি করতে প্রায় ঘণ্টা চারেক সময় লাগে। ফলে এতটা দীর্ঘ সময় খনির নিচে ওই বহু সংখ্যক শ্রমিককে অপেক্ষা করতে হয়েছে। স্টিম তৈরি হওয়ার পর ওই লিফটিং সিস্টেম চালু করা যায়। তারপরে নিচে থেকে তুলে আনা সম্ভব হয়েছে শ্রমিকদের। আর এই ঘটনায় শ্রমিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ফের একবার নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।

advertisement

View More

ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন কোলিয়ারির ম্যানেজার। তিনি জানিয়েছেন ডুলির ব্রয়লারের ইনজেকশনে সিস্টেমে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার কারণেই শ্রমিকদের খনির নিচে আটকে পড়তে হয়েছিল। বিকল্প ব্রয়লারের ব্যবস্থা হলেও, তা চালু করার জন্য অপেক্ষা করতে হয়েছে শ্রমিকদের। তবে সমস্ত শ্রমিককে সুস্থ স্বাভাবিক অবস্থায় খনি গর্ভ থেকে উপরে তুলে আনা সম্ভব হয়েছে। কিন্তু এই ঘটনার পর ফের একবার খনি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইঞ্জিনিয়ারিং না পড়েও থ্রেসার মেশিন তৈরিতে এক্সপার্ট মালদহের যুবক, রোজগার অঢেল
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mine Workers News: কাজে নেমেছিলেন, কিন্তু উঠে আসার ডুলি বন্ধ! খনির নিচে আটকে পড়লেন ১১২ জন শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল