TRENDING:

Murshidabad News: ফের ১১ উট উদ্ধার বাংলায়! গ্রেফতার ৪, কেন রাজস্থান থেকে মুর্শিদাবাদে পাচার হয় এত উট

Last Updated:

Murshidabad News: এই উট উদ্ধারের ঘটনা প্রথম নয়। এর আগে নভেম্বর মাসে কান্দি থানার মহলন্দি থেকে উদ্ধার হয় উট। ডিসেম্বরে লক্ষাধিক টাকা খরচ করে রাজস্থানে ফিরিয়ে দেওয়া হয় সেই উটগুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: নবাবের জেলাতে ফের উদ্ধার হল ১১টা উট। শ্রীঘরে ঠাঁই হল চারজনের। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত মহালন্দি এলাকা থেকে ১১টা উট উদ্ধার করল পুলিশ। একটি লরিতে করে রাজস্থান থেকে এই উট নিয়ে আসা হয়েছিল। ছোট বড় মিলিয়ে এই উট রাখা ছিল লরির মধ্যে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করে এই উট। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মজিবুর রহমান, সাজিদ সেখ, মহম্মদ ইউনুস শেখ ও ব্রজেশ কুমার। ধৃত ব্রজেশ কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা ও তিনজনে কান্দি থানা এলাকার বাসিন্দা।
মহালন্দি থেকে উদ্ধার উট
মহালন্দি থেকে উদ্ধার উট
advertisement

ধৃতদের বিরুদ্ধে ১৮৮, ৩৭৯, ৪১১, ৩৪ আইপিসি ও ১১(১) প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস ধারায় মামলা রুজু করে। ধৃত চারজনকে সোমবার দুপুরে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র দেখে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: দুই ঘূর্ণাবর্তের ধাক্কায় ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া! ঘনঘন বজ্রপাতে ফালাফালা হবে ১০ জেলা, চলতি সপ্তাহেই ফের বৃষ্টির দাপট

advertisement

তবে এই উট উদ্ধারের ঘটনা প্রথম নয়। এর আগে নভেম্বর মাসে কান্দি থানার মহলন্দি থেকে উদ্ধার হয় উট। ডিসেম্বরে লক্ষাধিক টাকা খরচ করে রাজস্থানে ফিরিয়ে দেওয়া হয় সেই উটগুলি। কান্দি থানার অন্তর্গত মহালন্দীর চাঁদপুর এলাকার বাসিন্দা আল্লারাখা সেখ ১৬টি উট এনে হাজির হন হঠাৎই মহালন্দী এলাকায়। রাজস্থান থেকে নবাবের জেলায় উট নিয়ে এসে সেটা চড়াদামে বিক্রির উদ্দেশ্য ছিল। আর তখন পুলিশ খবর পায়।

advertisement

View More

গত ২০ নভেম্বর রাতে পুলিশ খবর পেয়ে আল্লারাখা সেখকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ১৮৮, ৩৭৯, ৪১১, ৩৪ আইপিসি ও ১১(১) প্রিভেনশন অফ ক্রুয়লটি টু অ্যানিম্যালস ধারায় মামলা রুজু করে ২১ নভেম্বর দুপুরে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়। ২১ নভেম্বর পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিলেও পরে জামিনে মুক্তি দেয় কান্দি আদালত। পরে আদালতের নির্দেশে লক্ষাধিক টাকা খরচ করে রাজস্থানে ফিরিয়ে দেওয়া হয় উটকে। কিন্তু আবার ফের উদ্ধার হল উট। এত উট নিয়ে আসা হয় কেন মুর্শিদাবাদে? তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ফের ১১ উট উদ্ধার বাংলায়! গ্রেফতার ৪, কেন রাজস্থান থেকে মুর্শিদাবাদে পাচার হয় এত উট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল