১৯২৬ সালে পয়লা বৈশাখ যার সূচনা হয়েছিল। সময়ের কালে অনেক ছাত্রী এই স্কুল থেকে পাশ করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। খেলাধূলাতেও পারদর্শিতা দেখিয়েছেন। নারী শিক্ষায় লালবাগান বালিকা বিদ্যালয় তার কাজ করে চলেছে। আর সেই কাজ যারা নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন তারা হলেন এই স্কুলের শিক্ষিকারা।
ভাল শিক্ষকের হাতে পড়লে গাধাও মানুষ হয় এমনই প্রবাদ আছে।
advertisement
আরও পড়ুন: দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার রাজ্যের এই জেলায় চালু হল দুয়ারে পশু চিকিৎসা
তাই স্কুলের শতবর্ষে যখন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তখন সবার আগে দেখা যায় স্কুলের প্রাক্তন শিক্ষিকাদের ছবি। যারা তাদের কাজ করে গেছেন। তবে শিক্ষক-শিক্ষিকাদের কথা উঠলেও বর্তমান পরিস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষিকা থেকে ছাত্র ও অভিভাবকরা সকলেই চিন্তিত। কারণ স্কুলের বিজ্ঞান বিভাগের বেশিরভাগ শিক্ষিকা সুপ্রিম কোর্টের নির্দেশের পর এখনও স্কুলে আসেননি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা তিনি জানান, তৎকালীন ফরাসি সময়ে তৈরি হয় এই স্কুল। স্কুলের শুধুমাত্র পড়াশোনা নয়, মেয়েদেরকে খেলাধুলার প্রতিও উৎসাহ করে আসছে স্কুল। মাধ্যমিক উচ্চমাধ্যমিকে প্রায়শই ভাল ফল করেছে স্কুলের মেয়েরা। প্রথম দশের মধ্যে থেকে স্থান অর্জন ও করেছে তারা। আজ স্কুলের ১০০ বছরে স্কুল অঙ্গীকারবদ্ধ আগামী দিনে সমাজের বুকে আরও শিক্ষিত উন্নত করে ছাত্রীদের তৈরি করার জন্য।
রাহী হালদার





