তাঁরা প্রথম বিশ্বযুদ্ধ সময়ের গাড়িকে নতুন করে রক্ষণাবেক্ষণ সাজিয়ে তুলেছেন। ইতিমধ্যেই গাড়ি নিয়ে কাশিমবাজার রাজবাড়িতে মুর্শিদাবাদ প্যালেস অফ রয়ালর্সে এসেছেন অস্ট্রেলিয়ান দম্পতি। প্যালেসে উপস্থিত হতেই তাদের মালা পরিয়ে অর্ভ্যথনা জানানো হয়। কাশিমবাজার প্যালেসের অ্যাপায়নে মুগ্ধ তাঁরাও। কাশিমবাজার রাজবাড়ির কর্ণধার পল্লব রায় জানান, বিশ্বভ্রমণকে নতুন ভাবে সৃজন করছেন অস্ট্রেলিয়ান প্রবীণ দম্পতি। ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে টার্কি, ইরান, পাকিস্তান ঘুরে ভারতে প্রবেশ। ভারতে বেনারস সম্পন্ন করে দুর্গাপুর হয়ে গাড়ি এসে পৌঁছয় কাশিমবাজার রাজবাড়িতে।
advertisement
আরও পড়ুন: আম-কাঁঠাল থেকে আলু-পেঁয়াজ… হাত দিলেই ছ্যাঁকা! হুহু করে বাড়ছে বাজারদর, মূল্যবৃদ্ধি নিয়ে ভয়ঙ্কর খবর
শুধু মাত্র নবাবরাই নন, বর্ধিষ্ণু এই অঞ্চলে ছিল বহু জমিদার বংশের প্রভাব এবং প্রতিপত্তি। অনতিদূরের কাশিমবাজার রাজবাড়ি সেই ইতিহাসেরই মূর্ত প্রতীক। ইতিহাসের ঘাত-প্রতিঘাতে একসময় এই রাজবাড়ি পরিত্যক্ত হয়ে উঠলেও বিগত কয়েক বছরে নতুন রঙে সেজে উঠে বর্তমানে তা হয়ে উঠেছে হেরিটেজ গেস্ট হাউস। অন্য দিকে, ভারতে নিজেদের সফর নিয়ে আপ্লুত এই দম্পতিও।
কৌশিক অধিকারী