পুলিশ জানিয়েছে, পুরনো বিবাদের জেরে প্রকাশ্যে কুপিয়ে খুন হয়েছে কুলতলিতে। মৃতের নাম, সহদেব হালদার। অভিযোগ উঠেছে নিতাই, সঞ্জয় কয়াল-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।
আরও পড়ুন: কালীপুজোর আগে বড়সড় সাফল্য বারুইপুর পুলিশের, উদ্ধার নিষিদ্ধ বাজি গ্রেফতার ৪
তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে তারা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।
advertisement
সোমবার সন্ধ্যায় সহদেব হালদার দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন। তখনই রাস্তায় তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপাতে থাকে দুষ্কৃতিরা। প্রাণ বাঁচাতে পাশের একটি জলাভূমিতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। আক্রান্তের চিৎকারের আওয়াজ শুনে এলাকার বেশ কয়েকজন বাঁচাতে গেলে তাদের উপরেও দুষ্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ। তার পরে এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্তরা।
আরও পড়ুন: জমিতে জল দেওয়া নিয়ে তুলকালাম! বচসা থেকে হাতাহাতি, ভাগ্নের হাতে মামা খুন
তবে এই ঘটনার প্রত্যক্ষদর্শী সুন্দর মণ্ডল জানান, ''চোখের সামনে যখন ওকে পেটাচ্ছে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি মারছে, তখনই আমরা সামনে গিয়ে ওদেরকে হাতে-পায়ে ধরে ছেড়ে দিতে বলি। ওরা উল্টে আমাদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে পাঠিয়েছে কুলতলি থানার পুলিশ।''
সুমন সাহা