সূর্যমুখী ফুল ছাড়া এর বীজেরতেলের চাহিদা ক্রমাগত বাড়ছে। সুন্দরবনের পিছিয়ে পড়া কৃষকদের জন্য কিভাবে সূর্যমুখী চাষ করতে পারবে এবং উপকারী হতে পারে। তাহলে আপনি কম খরচে সূর্যমুখী চাষ সম্পর্কে তথ্য।
আরও পড়ুন: এখনও করাননি PAN-আধার লিঙ্ক? দেখে নিন কী কী সমস্যায় পড়বেন আপনি!
কিভাবে চাষ করবেন
ফলন অনুযায়ী সূর্যমুখী জাত নির্বাচন করুন। জওয়ালামুখী, কে ভি এস এইচ ওয়ান, এম এস এফ এইচ ফোর, এই ধরনের জাত চাষ করে অধিক ফলন পেতে পারেন। এই চাষের প্রতি একর জমিতে ৪ থেকে ১৪ কুইন্টাল পর্যন্ত ফলন দিতে পারে। ভালো ফলনের জন্য আগাছা নিয়ন্ত্রণ প্রয়োজন আগাছা অধিঅধিক্যের কারণে সূর্যমুখী গাছ সঠিক পরিমাণে পুষ্টি পায় না। আগাছা নিয়ন্ত্রণের জন্য আগাছা উত্তম বিকল্প।জমিতে সেচের জন্য ডিপ পদ্ধতি ব্যবহার করুন এটি জল সাশ্রয় করে এবং সেচের খরচ কমায়।
advertisement
আরও পড়ুন: ৪০ হাজারের চাকরি ছেড়ে কুলের চাষ করে লক্ষাধিক টাকা লাভ করছেন মধ্যপ্রদেশের যুবক!
সারের ব্যবহার
মাঠ প্রস্তুত করার সময় জমির মাটিতে সার যোগ করার পরিবর্তে, জলে দ্রবনী.সার ব্যবহার করুন, জলের সঙ্গে সার মিশিয়ে পুষ্টিগুণ সরাসরি গাছের শিকড়ে যায়। এতে সার কম ব্যবহার কারণে খরচও কমে যায়, এর পাশাপাশি ফলন ও গুণগত মান বৃদ্ধি পায়।
সুমন সাহা