West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
ভাঙড়ের কাশীপুর থানা এলাকার চালতাবেড়িয়াতে গুলিবিদ্ধ যুবক।অপরদিকে হাতিশালায় আক্রান্ত তৃণমূল নেতা।শনিবার ভোটের সকালে চালতাবেড়িয়া অঞ্চলের ১৬৩ নম্বর বুথে আইএসএফ- তৃণমূল সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন এক আইএসএফ কর্মী। অন্যদিকে হাতিশালায় সিপিএম কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূল নেতা রশিদ মোল্লা৷
advertisement
আরও পড়ুন: বাসন্তীতে হঠাৎ বদল! ভোটের আগেই ‘পাল্টি’ বিজেপি প্রার্থীর, বিভ্রান্ত ভোটাররা
গুলিবিদ্ধ আইএসএফ কর্মী মস্ত মোল্লা৷ গুলিবিদ্ধ কর্মীকে জিরেনগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা পিজি হাসপাতালে রেফার করা হয়েছে। পাশাপাশি তৃণমূল নেতা রশিদ মোল্লার প্রাথমিক চিকিৎসা হয় জিরেনগাছা হাসপাতালে।
আরও পড়ুন: ভোট দিতে গিয়ে ভোটাররা শুনলেন ভোট হয়ে গিয়েছে! কোথায় ঘটল এমন মারাত্মক কাণ্ড?
অশান্ত ভাঙড়ের পরিবেশে আহত এক শিশুও৷ মাঠে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয় ওই শিশুটি৷ তড়িঘড়ি বাচ্চা টিকে জিরেনগাছা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়৷ সেখানে শিশুটির চিকিৎসা চলছে।