মঙ্গলবার বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাসের কাছে স্মারক লিপি জমা দেয় চার নম্বর ওয়ার্ডের সপ্তর্ষি পল্লীর বাসিন্দারা। আর বুধবার সকালেই বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাসের নির্দেশে সপ্তর্ষি পল্লী পরিদর্শনে যান দুজন এমআইসি সুভাষ রায় চৌধুরী ও তাপস ভদ্র। পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন দুই এম আই সি ও চার নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি দুর্গাচরণ দাস।
advertisement
আরও পড়ুন : গ্রামের রাস্তায় আর পরে থাকবে না আবর্জনা, জয়নগরে চালু হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট
এই সমস্যা সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূলের দুই এমআইসি জানান। পাশাপাশি অভিযোগ আগের বারের বারুইপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বিজেপির নির্বাচিত প্রীতম দাস, সেই সময় ঠিকঠাক কাজ না হওয়াতেই জমা জলের সমস্যায় পড়েছেন সপ্তর্ষি পল্লীর বাসিন্দারা।
আরও পড়ুন: সরকারি প্রাথমিক স্কুলে উপচে পড়া পড়ুয়া, ডিজিটাল পড়াশোনা টেক্কা দিচ্ছে অন্যদের
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন, বিজেপির প্রাক্তন কাউন্সিলর প্রীতম দাস তিনি জানান ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তার সময়কালে তাকে কোনরকম ভাবেই কাজ করতে দেওয়া হয়নি।এমনকি কোন সাহায্য করেনি বারুইপুর পৌরবোর্ড। জমা জলের সমস্যা নিয়ে রাজনৈতিক কচকচানি শুরু হলেও সপ্তর্ষি পল্লীর বাসিন্দারা চাইছেন জমা জলের সমস্যার স্থায়ী সমাধান করুক বারুইপুর পৌরসভা।
সুমন সাহা