সাধারণ মানুষের অভিযোগ, পাশের একটি খাল থেকে জল তুলে পরিশ্রুত করে এই ওয়াটার এটিএমের মাধ্যমে পরিষেবা দেওয়া শুরু হয়েছিল। কিন্তু শুরু থেকেই সেই জলে এত দুর্গন্ধ এবং নোংরা পড়ছিল যে, তা পান করার অযোগ্য হয়ে উঠেছিল। তারপর সেই মেশিন থেকে জল পড়াই বন্ধ হয়ে গিয়েছে। মাস দেড়েক আগে গোসাবার মূল ভূখণ্ডে ভ্যান স্ট্যান্ডের ঠিক পাশেই এই ওয়াটার এটিএমের উদ্বোধন করা হয়েছিল।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এখনও সেই মেশিনের গ্রিলে উদ্বোধনের ফিতে ঝুলছে। কিন্তু গরম পড়তে না পড়তেই বিকল হয়ে পড়েছে সেই মেশিন। স্থানীয় দোকানদাররা বলছেন, এখানে এক টাকা এবং দু’টাকা দিলে যথাক্রমে ৫০০ মিলিলিটার এবং ১ লিটার করে জল পাওয়া যেত। কিন্তু এখন সেটা আরও বেশি দামে কিনে খেতে হচ্ছে। কারণ মেশিন খারাপ। ওয়াটার এটিএম বসানোর সরকারি উদ্যোগকে স্বাগত জানালেও, কেন সেটা এত তাড়াতাড়ি বিকল হয়ে পড়ল, তা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। রক্ষণাবেক্ষণের অভাবেই কি এই পরিণতি
সুমন সাহা