চলতি মাসের প্রথম দিকে এই গ্রামেই একটি কুমির দেখাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। সেই সময় কোনভাবে কুমির টিকে ধরা সম্ভব হয়নি। তার আবার এই ঘটনায় আতঙ্কিত গোটা গ্রাম। আজ সকালে নামখানা বনদফতরের কর্মীরা পৌঁছায় ঘটনাস্থলে।
আরও পড়ুন:
গ্রামবাসীদের তৎপরতায় পুকুর থেকে কুমিরটিকে ধরার জন্য বসানো হয় সাতটি জল তোলা মটর। ইতিমধ্যেই পুকুর থেকে জল কমানোর কাজ শুরু করেছে গ্রামের মানুষজন। পাশাপাশি নামখানা বিট অফিসের এর কর্মীরা কাজ শুরু করে। গ্রামবাসীদের অনুমান পাসেই সপ্তমুখী নদী রয়েছে, হয়ত সেই নদী থেকে বারে বারে লোকালয়ে ঢুকে পড়ছে কুমির। জল কমলেই জাল দিয়ে ধরে ফেলা হয় কুমিরটিকে। এরপর কুমিরটিকে নিয়ে যাওয়া হয়েছে ভগবতপুরে। সেখানেই কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 10:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Viral Video: লোকালয়ে ঘুরছে বিরাট কুমির! কাকদ্বীপে আতঙ্ক! ভাইরাল ভিডিও