স্থানীয় বাসিন্দারা জানান, এখন থেকেই পানীয় জলের স্তর অনেকটা কমে গেছে। গ্রামের নলকূপটিও খারাপ হয়ে পড়ে আছে। ফলে অসুবিধা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত ভোট বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার নলকূপ সারানোর জন্য পঞ্চায়েতকে জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি।
আরও পড়ুন: জেলা পর্যায়ের ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপ শুরু তমলুকে
advertisement
নামখানার হরিপুরের পানীয় জলের সমস্যার কথা অত্যন্ত পরিচিত। স্থানীয় প্রশাসনের সমস্ত কর্তাব্যক্তিই বোধহয় বিষয়টি জানেন। কিন্তু তবু জলের সমস্যা মেটেনি। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবার ভোটের সময় এই নলকূপ সারানোর প্রতিশ্রুতি মেলে। করা হয় শিলান্যাস। কিন্তু নতুন নলকূপ আর তৈরি হয় না। সামনে আরও একটি পঞ্চায়েত ভোট। এবার ভোটের আগে নতুন নলকূপ না বসলে তারা ভোট বয়কট করবেন বলে এক কথায় জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা।
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের শিল্প সঞ্চালক প্রধান লক্ষীকান্ত জানা জানান, এলাকার নলকূপটি খারাপ হয়ে থাকার বিষয়টি তিনি জানেন। শুধু হরিপুরে নয়, বিভিন্ন জায়গাতেই এই সমস্যা আছে। খুব দ্রুত এই সমস্যা সমাধানের কাজ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
নবাব মল্লিক