আরও পড়ুন Birbhum News: চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা! বাড়ছে আতঙ্ক, কী ব্যবস্থা নিচ্ছে রেল?
যদিও বনকর্মীরা ঘটনাস্থলে এসে কোনও কুমির দেখতে পাননি। কুমির যদি জলের মধ্যে লুকিয়ে থাকে সেজন্য সেখানে জলবোমাও ফাটানো হয়। কিন্তু কুমিরের আর দেখতে পাওয়া যায়নি। গ্রামবাসীরা দীর্ঘক্ষণ এই কুমির ধরার দৃশ্য দেখতে সেখানে দাঁড়িয়ে থাকেন।
advertisement
উল্লেখ্য বেশ কয়েকমাস আগে রায়দিঘীতে এরকম কুমির আতঙ্ক তৈরি হয়েছিল। তবে কুমিরটিকে ধরা যায়নি তখনও। বেশ কয়েকদিন আগে সেই কুমিরটি ধরা পড়েছিল। পাথরপ্রতিমার কুমিরটি না ধরা পড়ায় গ্রামবাসীদের মন থেকে আতঙ্ক এখনও যায়নি বলে খবর।
আরও পড়ুনঃ জাতীয় স্তরে সঙ্গীত প্রতিযোগিতায় চমক ৯ বছরের আনন্দীর
এ দিকে এই কুমির নিয়ে এক বনকর্মী দেবব্রত প্রামানিক গ্রামবাসীদের কাছ থেকে কুমির আসার খবর শুনে তাঁরা কুমিরটিকে ধরতে এসেছিলেন। সবরকম প্রস্তুতিও সেজন্য নেওয়া হয়েছিল। তবে কুমির ধরা পড়েনি। জলে বোমা মেরে কুমিরটির অবস্থান বোঝার চেষ্টাও করা হয়েছে। কিন্তু কুমিরের কোনো অস্তিত্ব মেলেনি।
যদিও গ্রামবাসীরা এই কুমির নিয়ে যথেষ্ট শঙ্কিত তারা কুমিরটি ধরার দাবি জানিয়েছেন। রায়দিঘীতে এরকমভাবে কুমির এসেছিল বলে জানিয়েছেন তাঁরা। ফলে গ্রামবাসীরা বর্তমানে সেখানে খুবই আতঙ্কে রয়েছেন বলে খবর।
নবাব মল্লিক