দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার মধ্যে পড়ে রায়দিঘি। এখানকার টাঙ্গিতলা এফপি স্কুলের প্রধান শিক্ষিকা কাবেরী দাস সরকার ও এক সহশিক্ষককে শনিবার স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। নিয়ম মত বেলা এগারোটার আগেই স্কুলে পৌঁছে যান তাঁরা। কিন্তু গিয়ে দেখেন স্কুলের প্রধান শিক্ষিকার ঘর সহ বেশ কয়েকটি শ্রেণিকক্ষে তালা লাগানো আছে। একদল গ্রামবাসী স্কুলের সামনে জড়ো হয়ে তাঁদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে বাধা দেন। গতকাল কেন স্কুলে আসেননি তা নিয়ে রীতিমত হম্বিতম্বি করতে থাকেন তাঁরা। অভিযোগ, প্রধান শিক্ষিকা ও সহ শিক্ষককে উদ্দেশ্য করে রীতিমত হুমকি দেওয়া হয়। কটুক্তি করা হয় বলেও দাবি করেন প্রধান শিক্ষিকা কাবেরী দাস সরকার। বেশ কিছুক্ষণ স্কুল চত্বরে বসে থাকার পর তাঁরা দুজন সেখান থেকে চলে যান। এই ঘটনায় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা জড়িত বলে দাবি করেন প্রধান শিক্ষকা।
advertisement
আরও পড়ুন: রাস্তা ঠিক না হলে পঞ্চায়েত ভোট বয়কট! সোচ্চার ঘোষণা গ্রামবাসীদের
গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে স্কুল ছেড়ে চলে যাওয়ার আগে প্রধান শিক্ষিকা ফোন করে প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানান। তার কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
যদিও ওই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মথুরাপুর-২ ব্লক যুব তৃণমূলের সভাপতি উদয় হালদার। তাঁর দাবি, এই ঘটনায় দলের কেউ জড়িত নেই। স্কুলের বেহাল পরিকাঠামোর জন্য গ্রামবাসীরাই বিক্ষোভ দেখিয়েছেন। ইচ্ছে করে তৃণমূল কর্মীদের দোষারোপ করা হচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ তোলেন।
নবাব মল্লিক