TRENDING:

South 24 Parganas News: ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়ায় প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা! তালা দিল ক্লাসরুমে

Last Updated:

একদল গ্রামবাসী স্কুলের সামনে জড়ো হয়ে তাঁদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে বাধা দেন। গতকাল কেন স্কুলে আসেননি তা নিয়ে রীতিমত হম্বিতম্বি করতে থাকেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন তুঙ্গে উঠেছে। শুক্রবার তাঁরা প্রশাসনিক ধর্মঘটের ডাক দেন। কলকাতার সরকারি দফতরগুলিতে হাজিরা মোটামুটি স্বাভাবিক ছিল। কিন্তু সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জেলায় এই ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়ে বলে বিরোধীদের দাবি। এবার সেই ধর্মঘটে অংশ নেওয়া সরকারি কর্মীদের উপর জোরজুলুমের অভিযোগ উঠল শাসকদলের সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবারের প্রশাসনিক ধর্মঘট সমর্থন করে স্কুলে না আসায় শনিবার রায়দিঘির একটি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষিকা ও এক সহশিক্ষককে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে।
বন্ধ স্কুলের বারান্দায় প্রধান শিক্ষিকা
বন্ধ স্কুলের বারান্দায় প্রধান শিক্ষিকা
advertisement

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার মধ্যে পড়ে রায়দিঘি। এখানকার টাঙ্গিতলা এফপি স্কুলের প্রধান শিক্ষিকা কাবেরী দাস সরকার ও এক সহশিক্ষককে শনিবার স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। নিয়ম মত বেলা এগারোটার আগেই স্কুলে পৌঁছে যান তাঁরা। কিন্তু গিয়ে দেখেন স্কুলের প্রধান শিক্ষিকার ঘর সহ বেশ কয়েকটি শ্রেণিকক্ষে তালা লাগানো আছে। একদল গ্রামবাসী স্কুলের সামনে জড়ো হয়ে তাঁদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে বাধা দেন। গতকাল কেন স্কুলে আসেননি তা নিয়ে রীতিমত হম্বিতম্বি করতে থাকেন তাঁরা। অভিযোগ, প্রধান শিক্ষিকা ও সহ শিক্ষককে উদ্দেশ্য করে রীতিমত হুমকি দেওয়া হয়। কটুক্তি করা হয় বলেও দাবি করেন প্রধান শিক্ষিকা কাবেরী দাস সরকার। বেশ কিছুক্ষণ স্কুল চত্বরে বসে থাকার পর তাঁরা দুজন সেখান থেকে চলে যান। এই ঘটনায় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা জড়িত বলে দাবি করেন প্রধান শিক্ষকা।

advertisement

আরও পড়ুন: রাস্তা ঠিক না হলে পঞ্চায়েত ভোট বয়কট! সোচ্চার ঘোষণা গ্রামবাসীদের

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে স্কুল ছেড়ে চলে যাওয়ার আগে প্রধান শিক্ষিকা ফোন করে প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানান। তার কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

View More

যদিও ওই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মথুরাপুর-‌২ ব্লক যুব তৃণমূলের সভাপতি উদয় হালদার। তাঁর দাবি, এই ঘটনায় দলের কেউ জড়িত নেই। স্কুলের বেহাল পরিকাঠামোর জন্য গ্রামবাসীরাই বিক্ষোভ দেখিয়েছেন। ইচ্ছে করে তৃণমূল কর্মীদের দোষারোপ করা হচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ তোলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়ায় প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা! তালা দিল ক্লাসরুমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল