ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের পশ্চিম গণেশনগরের প্রায় ৫০০ মিটার দীর্ঘ নদী বাঁধ। পরবর্তীতে মাটি ফেলে অস্থায়ীভাবে সেই নদী বাঁধ মেরামত করা হয়। কিন্তু আজও স্থায়ী সংস্কার হয়নি। বর্তমানে সেই অস্থায়ী নদী বাঁধের বেহাল অবস্থা।
আরও পড়ুন: বৃষ্টি শুরু হতেই এ যেন নরক গুলজার! আবর্জনা ফেলার ডাম্পিং গ্রাউন্ডকে ভাগাড় মনে হতে পারে
advertisement
গ্রামবাসীরা জানান, ইয়াসের সময় এই নদী বাঁধটি ভেঙে নোনা জলে ভেসে গিয়েছিল গোটা গ্রাম। এরপর অস্থায়ীভাবে বাঁধটি মেরামত করা হয়। সেই অবস্থাতেই দীর্ঘদিন থেকে গিয়েছেন। কিন্তু ক্রমশ নদীর ঢেউ লেগে লেগে এখন বাঁধের অস্থায়ী মেরামতের জায়গাটি ফের বিপজ্জনক হয়ে পড়েছে। বর্ষাকাল পড়ে যাওয়ায় এমনিতেই নদীতে জলস্তর বেশি। সামনেই আবার পূর্ণিমা ও অমাবস্যার ভরা কোটাল আছে। গ্রামবাসীদের আশঙ্কা, এই জোড়া ফালার ধাক্কায় বড় কোনও বিপদ ঘটে যেতে পারে। বাঁধের যে পরিস্থিতি তাতে আবার সেটি ভেঙে গেলে ফের নদীর নোনা জল ঢুকে ভেসে যাবে ঘরবাড়ি, চাষের জমি সবকিছু।
গণেশনগর গ্রামের বাসিন্দাদের এই আশঙ্কা নিয়ে নামখানার তৃণমূল নেতা ধীরেন দাস বলেন, কেন্দ্রীয় সরকার কোনও টাকা দেয়নি। সুন্দরবনের নদী বাঁধ মেরামত করার দায় শুধু রাজ্য সরকারের নয়। কিন্তু বাঁধ মেরামত করতে একটা টাকাও দিচ্ছে না কেন্দ্র। বর্তমান যে নদী বাঁধগুলি মেরামত করা হচ্ছে সব রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া টাকায় হচ্ছে। তাই কিছুটা সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই বাঁধ সারানোর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
নবাব মল্লিক