বেশ কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-১ ব্লকের হরিনারায়ণপুরের লো ভোল্টেজের সমস্যার কথা তুলে ধরে নিউজ ১৮ লোকাল। সেই খবর সম্প্রচার হওয়ার পরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। এই তীব্র গরমে এখানকার গ্রামবাসীরা বিদ্যুতের অভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। জানা যায় দীর্ঘদিন ধরে এই এলাকায় সিঙ্গেল ফেজ ইলেকট্রিক লাইনে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তার জন্যই লো ভোল্টেজের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে সন্ধে হলেই বেশিরভাগ বাড়ির আলো নিভে যাচ্ছিল, পাখা না ঘোরার মত করে ঘুরছিল। ফলে ছেলেমেয়েদের পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছিল তেমনই গরমে অনেক অসুস্থ হয়ে পড়ছিলেন।
advertisement
আরও পড়ুন: ডুয়ার্সের চা বাগান থেকে ফের চিতাবাঘ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের এই বিদ্যুতের সমস্যা সংবাদ বা দম তুলে ধরার পরই নড়েচড়ে বসে প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের নির্দেশে হরিনারায়ণপুরের সিঙ্গেল ফেজ লাইনটিকে ৪৪০ ভোল্ট লাইনে রূপান্তরিত করা হয়েছে। পাশাপাশি একটি নতুন ট্রান্সফরমার লাগানো হয়েছে এই গ্রামে। ফলে বর্তমানে এখানে আর বিদ্যুতের সমস্যা নেই।
সুমন সাহা