যা দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসে ভিড় করছেন পুজো মণ্ডপে। এই পুজো পরিচালনা করে সদিয়াল জনকল্যান সমিতি ও আমরা সবাই ভাই ভাই সংঘ। প্রতিবছর কৃষ্ণচন্দ্রপুরের সদিয়ালের এই পুজোয় দর্সনার্থীর ভিড় উপচে পড়ে। এবছর এই পুজো দেখতে প্রথমদিনেই প্রায় ১০ হাজার স্থানীয় বাসিন্দা সেখানে উপস্থিত হয়েছিলেন। এই পুজোর উদ্বোধন করেন অভিনেত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।
advertisement
আরও পড়ুনঃ শিশুবান্ধব স্কুল তৈরি করতে অভিনব উদ্যোগ
এই উদ্বোধন উপলক্ষে সেখানে সুন্দরবন সাংগঠনিক জেলার একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। এ নিয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে বাপী হালদার জানান প্রতি বছর এই পুজো মানুষের মনে প্রভাব ফেলে তাদের নিত্য নতুন থিম দিয়ে। এবছর সামুদ্রিক ঝিনুকের প্রতিমা এবং রামের শিবপুজোর থিম এলাকায় ভালো সাড়া ফেলেছে। পাঁচদিন ব্যাপী এই লক্ষ্মীপুজো উপলক্ষ্যে সদিয়ালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি এলাকার বড়ো পুজো হিসাবে এলাকায় পরিচিত।
Nawab Mallick