TRENDING:

South 24 Parganas News: কৃষ্ণচন্দ্রপুরে অভিনব লক্ষ্মীপুজো! সঙ্গে রামের শিবপুজো

Last Updated:

এবার লক্ষ্মীপুজোতেও থিমের বাহার। কৃষ্ণচন্দ্রপুরের সদিয়ালে এবছর লক্ষ্মীপুজো উপলক্ষে তৈরি হল সামুদ্রিক ঝিনুকের প্রতিমা। এছাড়াও সম্পূর্ণ পুজোমন্ডপটি তৈরি হয়েছে বাহুবলির মাহিস্মতির রাজপ্রাসাদের আদলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মথুরাপুর : এবার লক্ষ্মীপুজোতেও থিমের বাহার। কৃষ্ণচন্দ্রপুরের সদিয়ালে এবছর লক্ষ্মীপুজো উপলক্ষে তৈরি হল সামুদ্রিক ঝিনুকের প্রতিমা। এছাড়াও সম্পূর্ণ পুজোমন্ডপটি তৈরি হয়েছে বাহুবলির মাহিস্মতির রাজপ্রাসাদের আদলে। এছাড়াও সেখানে চিত্রায়িত হয়েছে রামের শিবপুজোর কাহিনী। এটি আবার বাদাম দিয়ে নির্মাণ করা হয়েছে। দুর্গাপুজো শেষ হতে না হতেই কৃষ্ণচন্দ্রপুরে এই লক্ষ্মীপুজো মানুষের মনে খুশির জোয়ার এনেছে। এবছর সদিয়ালের এই পুজো ১৬ বছরে পদার্পণ করেছে। সেজন‍্য ১৬ রকমের বাদাম দিয়ে নির্মাণ করা হয়েছে রামের শিবপুজোর চিত্র। ভগবান রাম যখন সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাচ্ছিলেন তখন সমুদ্রতীরে শিবপুজো করছিলেন। সেই ভাবনা থেকে পুজোমন্ডপে এই চিত্র তুলে ধরা হয়েছে।
advertisement

যা দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসে ভিড় করছেন পুজো মণ্ডপে। এই পুজো পরিচালনা করে সদিয়াল জনকল‍্যান সমিতি ও আমরা সবাই ভাই ভাই সংঘ। প্রতিবছর কৃষ্ণচন্দ্রপুরের সদিয়ালের এই পুজোয় দর্সনার্থীর ভিড় উপচে পড়ে। এবছর এই পুজো দেখতে প্রথমদিনেই প্রায় ১০ হাজার স্থানীয় বাসিন্দা সেখানে উপস্থিত হয়েছিলেন। এই পুজোর উদ্বোধন করেন অভিনেত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ‍্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।

advertisement

আরও পড়ুনঃ শিশুবান্ধব স্কুল তৈরি করতে অভিনব উদ্যোগ

এই উদ্বোধন উপলক্ষে সেখানে সুন্দরবন সাংগঠনিক জেলার একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। এ নিয়ে পুজো উদ‍্যোক্তাদের পক্ষ থেকে বাপী হালদার জানান প্রতি বছর এই পুজো মানুষের মনে প্রভাব ফেলে তাদের নিত‍্য নতুন থিম দিয়ে। এবছর সামুদ্রিক ঝিনুকের প্রতিমা এবং রামের শিবপুজোর থিম এলাকায় ভালো সাড়া ফেলেছে। পাঁচদিন ব‍্যাপী এই লক্ষ্মীপুজো উপলক্ষ্যে সদিয়ালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি এলাকার বড়ো পুজো হিসাবে এলাকায় পরিচিত।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কৃষ্ণচন্দ্রপুরে অভিনব লক্ষ্মীপুজো! সঙ্গে রামের শিবপুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল