আরও পড়ুন: মদ্যপান করে নদীতে স্নান করতে নামা কাল হল যুবকের
দক্ষিণ ২৪ পরগনার কুলপির বেলপুকুরে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, একটি বাইকে হেলমেটহীন অবস্থায় তিন যুবক কুলপি থেকে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিলেন। বাইকের গতি ছিল অস্বাভাবিকভাবে বেশি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটি উল্টো দিক থেকে আসা অন্য একটি বাইক ও ভ্যানে ধাক্কা মেরে বসে। এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইলস্টোনের উপর গিয়ে ছিটকে পড়ে। গুরুতর জখম হন বেপরোয়া বাইকের তিন আরোহী’ই। ভ্যানচালক ও অন্য বাইকের চালকও আহত হন। স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত তাঁদেরকে বেলপুকুর হাসপাতালে নিয়ে রায়। সেখানে চিকিৎসক ঘাতক বাইকের দুই আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
জানা গিয়েছে মৃত দুই ব্যক্তি পরস্পরের আত্মীয় হন। আহত মধ্যে একজনকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে ও বাকি দু’জনকে বেলপুকুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার ভয়াবহতায় রাস্তার পাশে থাকা মাইলফলক ভেঙে যায়। কুলপি থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। বাইকের বেপরোয়া গতি রুখতে জাতীয় সড়কে পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহলদারি চালানো হবে বলে খবর।
নবাব মল্লিক