ভারতীয় জলসীমার মধ্যে ওই ট্রলারটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়েছে। আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আটক হওয়া ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ট্রলার-সহ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়েছে।
advertisement
হোটেল রুমে লুকানো ক্যামেরা আছে কি না বুঝবেন কী ভাবে? জেনে নিন ৫টি সহজ উপায়
বর্তমানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ধৃত ২৪ জন বাংলাদেশী মৎস্যজীবীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় জলসীমার ভিতরে অবৈধভাবে মৎস্য আরোহণের মামলা রুজু করে তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করবে।
তবে আটক হওয়া বাংলাদেশী মৎস্যজীবীদের দাবি তাদের ইঞ্জিন বিকল হয়ে গিয়ে স্রোতের টানে তারা ভারতীয় জলসীমায় চলে এসেছে। যে সময় ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল সেই সময় সাহায্যের আবেদন জানালেও আশেপাশে থাকা কোনও বাংলাদেশি ট্রলার এগিয়ে আসেনি।
আটক মৎস্যজীবীদের অধিকাংশজনের বাড়ি বাংলাদেশের কক্সবাজারে। তারা মাছ ধরার জন্য সাগরে এসেছিল বলে জানা গিয়েছে। তবে পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করবে তাদের। ধৃত মৎস্যজীবীদের অন্য কোনও উদ্যেশ্য ছিল কিনা তাও দেখা হবে।
এই বছরে বাংলাদেশী জলসীমা অতিক্রম করার অভিযোগে একাধিক ভারতীয় ট্রলারকে আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী। সেক্ষেত্রে ইঞ্জিন খারাপ হওয়ার মত ঘটনা ছিল। তারপরেও বাংলাদেশী নৌ বাহিনী তাদের মারধর করে বলে অভিযোগ ছিল। তবে এবার এই বাংলাদেশীরা ধরা পড়ায় ইঞ্জিন বিকলের গল্প তোলা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ।
