TRENDING:

Durga Puja 2023: জয়নগরের লাল দত্ত সাদা দত্ত, দুই বাড়িতে মা পূজিত হন ভিন্ন রীতিতে

Last Updated:

জয়নগরের লাল ও সাদা দুই দত্ত বাড়ির পুজো আগের মত পুজোর জৌলুস না থাকলেও দুই রীতি মেনেই পুজো হয় আজও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর: জয়নগরের বেশ কয়েকটি অতি প্রাচীন জমিদার বাড়ির পুজোর মধ্যে অন্যতম জয়নগরের লাল দত্ত, সাদা দত্ত বাড়ির পুজো। আগের মত পুজোর জৌলুস না থাকলেও রীতি মেনেই হয়ে আসছে এই দুই দত্ত বাড়ির পুজো। জমিদার চন্দ্রকান্ত দত্ত আমলে পুজো শুরু হয় জয়নগর মজিলপুর জমিদার বাড়ির পুজো এই বছরের ১৩৫ বছরে পর্দারপণ করেছে ,জমিদারিত্ব নেই পুজোর জৌলস নেই মহাসমারোহে পুজো হয় না আর, কিন্তু পুরাতন রীতি নীতি মেনে পুজো হয়ে আসছে গুপ্ত পঞ্জিকা মতে।
advertisement

জয়নগরে সিংহদ্বার জমিদার বাড়ি বলতে লাল দত্ত বাড়ি ও সাদা দত্ত বাড়ি। দুর্গা পুজোরয় এই সিংহদ্বার দিয়ে শুধুমাত্র দত্তদের পরিবারের লোকজন ও ব্রাহ্মনরাই যাতায়াত করতে পারত এক সময়ে, এছাড়া বাইরের কেউ প্রবেশ করার অনুমতি ছিলনা, জমিদারিত্ব হারিয়েছে দত্ত পরিবার তাই এখন জন সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সিংহদ্বার।

আরও পড়ুন: এসডিও অফিসের কাজ সামলে প্রতিমা তৈরির নেশায় মজেছেন গোকুল

advertisement

এই পুজো শুরু হয়ে ছিল ১৮৮৯ সালে, এই বছরের ১৩৫তম বর্ষ পর্দাপন করেছে এমনটাই বক্তব্য দত্ত পরিবারের সদস্যদের। জমিদার আমলে ১০ দিন ধরে দুর্গা পুজো চলত।মহালয়ার পরের দিন থেকে মায়ের বোধন শুরু হতো, কিন্তু এখন পঞ্চমীর দিন থেকে পুজো শুরু হয়, আগে মায়ের বোধনের দিন ও সন্ধ্যা আরতির সময়ে গাদা বন্দুকের কার্তুজ ফাটিয়ে জানান দেওয়া হত,আশে পাশে পুজো মণ্ডপে বা বনেদি বাড়িতে ঠিক সেই সময় থেকে সকল মণ্ডপে বোধন বা কলাবৌ স্নান, সন্ধ্যা আরতি শুরু হত, আর এখন টোটা বন্দুক কার্তুজ ফাটিয়ে জানান দেওয়া হয়।

advertisement

View More

আরও পড়ুন: পুজো কার্নিভাল এবার বারুইপুরেও

এছাড়া এখানে জন্ম অষ্টমীতে গরাণ কাঠ পুজো করে কাঠামোতে দেওয়া হয়। সেই রীতি এখন পর্যন্ত চলে আসছে, বিশেষ বৈশিষ্ট্য হলো যে মজিলপুর এলাকায় অর্থাৎ জয়নগর এলাকায় যতো পুজো মণ্ডপ আছে বা বনেদি বাড়ির পুজো আছে তারা ঠাকুর বিসর্জনের আগে এই দত্ত জমিদারদের উঠান থেকে ঠাকুর ঘুরিয়ে নিয়ে গিয়ে বিসর্জন করে এখন এই নিয়ম মেনে আসছে সকল পুজো মণ্ডপ।

advertisement

জমিদার বাড়ি এখন ভগ্ন দশায় পরিণত হয়েছে, জমিদারিত্ব শেষ  জরাজীর্ণ বাড়ি ও ঠাকুর দালানে চারিপাশে গাছ গাছালি আগাছাদের আশ্রয় স্থল হয়ে উঠেছে, আর এই জমিদার দত্ত বাড়ির বেশির ভাগ বংশধর কার্মের তাগিদে কলকাতা সহ বিদেশে পাড়ি দিয়েছে, পুজোর সময়ে দত্ত পরিবারের সদস্যরা কলকাতা ও বিদেশ থেকে ফিরে আসেন পুজোয় অংশগ্রহণ করতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja 2023: জয়নগরের লাল দত্ত সাদা দত্ত, দুই বাড়িতে মা পূজিত হন ভিন্ন রীতিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল