আরও পড়ুনঃ ২৫ মার্চ দোল! তা হলে হোলি কবে! ক’টা ছুটি পাবেন, কতগুলো দিন কাটবে আরামে? জেনে নিন
কাশীনগর চক্রতীর্থ শশ্মাণের পাশে একসময় এসেছিলেন অনুকুল ঠাকুর। সেজন্য তাঁর ভক্তবৃন্দরা বানিয়েছেন এই সৎসঙ্গ বিহার। এই পূণ্যভূমিতে গড়ে উঠেছে শ্বেতশুভ্র শ্বেতপাথরের অপরূপ মন্দির। সাম্প্রতিক সময়ে নির্মিত এই মন্দিরটি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
বছরের একটি নির্দিষ্ট দিনে লক্ষ লক্ষ পূণ্যার্থী এখানে আসেন। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে। আপনি চাইলেই আসতে পারেন এই মন্দিরে। তবে এখানে ছবি তোলার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।
এই মন্দিরটি আদিগঙ্গার পাড়ে অবস্থিত। এই আদিগঙ্গার পাড়ে শুধুমাত্র অনুকূল ঠাকুর নয়, এসেছিলেন আরও অনেক মুনি, ঋষি। সেকারণে এই স্থান পবিত্র একটি স্থান। আপনি চাইলে একদিনের জন্য আসতেই পারেন এই স্থানে।
ছবির মত সুন্দর এই স্থান দেখে মুগ্ধ হবেন আপনিও। আপনি চাইলে গেস্ট হাউসে রাত্রি যাপন করতে পারেন। তবে আর দেরী কিসের ঘুরে আসুন কাশীনগরের এই সৎসঙ্গ বিহারে।
নবাব মল্লিক