TRENDING:

প্রতিবেশী হার্টের রোগী, বন্ধ করে দিয়েছিলেন মাইক! সেই 'অপরাধে' অন্য প্রতিবেশীর হাতে চলে গেল জীবনটা

Last Updated:

South 24 Parganas News : কালীপুজোর মণ্ডপে রাতে উচ্চ স্বরে বক্স বাজাতে অস্বীকার করায় এক যুবককে ধারালো বস্তুর আঘাত, চলে গেল জীবনটা। অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগণা, অর্পন মন্ডল : কালীপুজোর মণ্ডপে রাতে উচ্চ স্বরে বক্স বাজাতে অস্বীকার করায় এক যুবককে ছুরি দিয়ে খুন। খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। মৃতের নাম সনাতন নস্কর।সোনারপুর থানার কুস্তিয়া এলাকার ঘটনা। ঘটনায় আটক ২। তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

জানা গিয়েছে, সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় একটি কালীপুজোয় ব্যক্তিগত বক্স বাজাচ্ছিলেন সনাতন নস্কর। প্রতিবেশী এক ব্যাক্তি হার্টের রুগী হওয়ার কারণে, তাদের অনুরোধে রাতে সাউন্ড সিস্টেম খুলে নিয়ে বাড়ি চলে যান তিনি। সেই সময় অন্য প্রতিবেশী পিন্টু সাহা ও তার স্ত্রী সনাতনের বাড়ি গিয়ে পুজো মণ্ডপে বক্স বাজাতে চাপ দেয়।

আরও পড়ুন : পরপর দু’দিনে প্রাণ গেল দুজনের! বারবার দুর্ঘটনায় বাড়ছে আতঙ্ক, সুরক্ষার দাবিতে জাতীয় সড়ক আবরোধ

advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে সানাতনের পরিবারের সঙ্গে পিন্টু ও তার স্ত্রী বচসা শুরু করে। সনাতনের মা ও তার ভাইকে প্রথম মারধোর করা হয় বলে অভিযোগ। পরে এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে সনাতনকে ছুরি দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে পিন্টু। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

advertisement

আরও পড়ুন : এখানে দেবী কালী অংশ নেন ‘দৌড় প্রতিযোগিতায়’! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! কোথায় হয় জানেন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

ঘটনার পর পিন্টু ও তার স্ত্রী ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করলে, স্থানীয়রা তাদের সোনারপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার সঙ্গে পিন্টুর আরও দুই আত্মীয় জড়িত আছে বলে স্থানীয়দের অভিযোগ। গভীর রাতে সোনারপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিবেশী হার্টের রোগী, বন্ধ করে দিয়েছিলেন মাইক! সেই 'অপরাধে' অন্য প্রতিবেশীর হাতে চলে গেল জীবনটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল