আর পড়ুন: নির্জন দ্বীপ, ম্যানগ্রোভের জঙ্গল, পুজোর ছুটি কাটান প্রকৃতির কোলে! কলকাতার কাছেই সেরা ঠিকানা
সাধারণত ম্যানগ্রোভ রোপণ করা হয় নদীর চরে। ভাটার সময় জল নামলে ম্যানগ্রোভ গাছের চারা পুঁতে আসা হয়। পরে সেখানেই বড় হয় এই উদ্ভিদ। ফলে রক্ষা পায় নদীর দুর্বল বাঁধ। কিন্তু এই চারা রোপণ করতে গিয়ে দেখা গিয়েছে, অনেক সময় খরস্রোতা নদীর স্রোতে এই ম্যানগ্রোভ গাছ ভেসে চলে যায়। আবার মাঝে মধ্যেই পলি না পড়ার ফলে এই গাছ অচিরেই বিনষ্ট হয়।
advertisement
এর থেকে বাঁচতে অভিনব উপায় বের করা হয়েছে। বাঁশের খাঁচা করে সেগুলিকে নদীর প্রান্তে ফেলে দেওয়া হচ্ছে। এরপর সেখানে জমছে পলি। এরপর সময় বুঝে ম্যানগ্রোভ গাছ রোপণ করা হচ্ছে। এই প্রক্রিয়ায় খরচ হচ্ছে একটু বেশি। কিন্তু গাছগুলি দীর্ঘদিন সেখানে থাকছে। স্রোতের হারকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এই প্রক্রিয়ার সাফল্য দেখার জন্য প্রাথমিকভাবে পাথরপ্রতিমার অচিন্ত্যনগরকে বেছে নেওয়া হয়েছে। পরে সুন্দরবনের অন্যান্য অংশে করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
নবাব মল্লিক