আরও পড়ুন: বাংলাদেশের গরু পাঠাতে মরিয়া পাচারকারীরা, ঠেকাতে গুলি চালালো বিএসএফ! গুরুতর আহত ১
দক্ষিণ ২৪ পরগনা জেলাকে তৃণমূলের গড় বলে বিবেচনা করা হয়। এই জেলারই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে পঞ্চায়েত সমিতিটি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুধু ডায়মন্ডহারবার-২ পঞ্চায়েত সমিতি নয়, এর অন্তর্গত সরিষা, কামারপোল, খোর্দ, ভাদুড়া ও কলাতলাহাট গ্রাম পঞ্চায়েতও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে শাসক দল। যদিও জেলা পরিষদের আসনে বিরোধীদের প্রার্থী আছে।
advertisement
বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত দখল প্রসঙ্গে সন্ত্রাস ও ভয় দেখানোর অভিযোগ তুলেছে সিপিএম, বিজেপি। তাদের অভিযোগ ভয় দেখানোর জন্যই তাদের প্রার্থীরা মনোনয়ন জমা দেয়নি। যদিও বিরোধীদের অভিযোগ মানতে রাজি নন তৃণমূলের ডায়মন্ডহারবার-২ ব্লকের সভাপতি অরুময় গায়েন। তিনি বলেন, তৃণমূলের উন্নয়নকে মানুষ ভালোবেসেছেন। তাই তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়ায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন। সেজন্যই এই জয় এসেছে। পঞ্চায়েত সমিতির বাকি আসন এবং জেলা পরিষদের আসনেও ভোটের পর তাঁরাই জিতবেন বলে দাবি করেন এই তৃণমূল নেতা।
নবাব মল্লিক