TRENDING:

Panchayat Election 2023: অভিষেকের খাসতালুকে ভোটের আগেই তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতি

Last Updated:

ডায়মন্ডহারবার-২ পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ডহারবারের বিভিন্ন জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তৃণমূল প্রার্থীদের জয়জয়কার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ভোটের আগেই ডায়মন্ডহারবারের পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের ডায়মন্ডহারবার-২ পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই চলে এল শাসকদলের কব্জায়। এই পঞ্চায়েত সমিতির ২৪ টি আসনের মধ্যে ১৭ টি-তেই বিরোধীরা কোন‌ও প্রার্থী দিতে পারেনি। তাই বিনা প্রতিদ্বন্দিতাতেই নির্বাচনের আগেই পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল।
advertisement

আরও পড়ুন: বাংলাদেশের গরু পাঠাতে মরিয়া পাচারকারীরা, ঠেকাতে গুলি চালালো বিএসএফ! গুরুতর আহত ১

দক্ষিণ ২৪ পরগনা জেলাকে তৃণমূলের গড় বলে বিবেচনা করা হয়। এই জেলারই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে পঞ্চায়েত সমিতিটি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুধু ডায়মন্ডহারবার-২ পঞ্চায়েত সমিতি নয়, এর অন্তর্গত সরিষা, কামারপোল, খোর্দ, ভাদুড়া ও কলাতলাহাট গ্রাম পঞ্চায়েত‌ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে শাসক দল। যদিও জেলা পরিষদের আসনে বিরোধীদের প্রার্থী আছে।

advertisement

View More

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত দখল প্রসঙ্গে সন্ত্রাস ও ভয় দেখানোর অভিযোগ তুলেছে সিপিএম, বিজেপি। তাদের অভিযোগ ভয় দেখানোর জন্যই তাদের প্রার্থীরা মনোনয়ন জমা দেয়নি। যদিও বিরোধীদের অভিযোগ মানতে রাজি নন তৃণমূলের ডায়মন্ডহারবার-২ ব্লকের সভাপতি অরুময় গায়েন। তিনি বলেন, তৃণমূলের উন্নয়নকে মানুষ ভালোবেসেছেন। তাই তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়ায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন। সেজন্যই এই জয় এসেছে। পঞ্চায়েত সমিতির বাকি আসন এবং জেলা পরিষদের আসনেও ভোটের পর তাঁরাই জিতবেন বলে দাবি করেন এই তৃণমূল নেতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: অভিষেকের খাসতালুকে ভোটের আগেই তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল