TRENDING:

South 24 Parganas News : এবছর গঙ্গাসাগর মেলা মাতিয়ে রাখলেন বহুরূপীরা, জামাই-শ্বশুরকে দেখে মুগ্ধ সবাই

Last Updated:

এবছর লক্ষ লক্ষ মানুষের ভিড়ে রঙিন হয়ে উঠেছিল সাগরমেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: এবছর গঙ্গাসাগর মেলা মাতিয়ে রাখল বহুরূপীরা। আনুষ্ঠানিকভাবে আজই শেষ হয়ে গিয়েছে মেলা। এখন সবার বাড়ি ফেরার পালা। এবছর লক্ষ লক্ষ মানুষের ভিড়ে রঙিন হয়ে উঠেছিল সাগরমেলা। আর সেই মেলার আকর্ষণ বাড়িয়েছে বহুরূপীদের দল।
advertisement

মেলার কয়েকটি দিন সাগরমেলা তটজুড়ে ঘুরেছে শিব-‌দুর্গা। জীবন্ত শিব-‌দুর্গার সাক্ষাৎ পেয়ে পুণ্যার্থীরা প্রণাম সেরে নিয়েছেন। দিয়েছেন প্রণামী। আসলে এই শিব-‌দুর্গা অমল মণ্ডল ও সুব্রত বিশ্বাস। এরা থাকেন গোসাবার সাতজেলিয়াতে। রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত। বিভিন্ন মেলায় ঘুরে ঘুরে বেড়ায় এরা। চৈত্র মাসে শিবের গাজন করেন। সম্পর্কে জামাই ও শ্বশুর।

আরও পড়ুনঃ দুর্গার পর সরস্বতী প্রতিমা পাড়ি দিল সুদূর অস্ট্রেলিয়ায়, বানালেন হাওড়া সাঁতরাগাছির শিল্পী

advertisement

অমল, সুব্রতর মতো স্ট্যাচু সেজে দাঁড়িয়ে পড়েছেন কুলপির রাজারামপুরের বাসিন্দা গোপাল মণ্ডল। তিনি কপিলমুনি মন্দিরের গেট মাথায় নিয়ে দাঁড়িয়ে পড়েছেন। তিনি কপিলমুনির মাহাত্ম্য প্রচার করছেন। তাঁকে নিয়ে পুণ্যার্থীরা সেলফি তুলছেন। কেউ কেউ পয়সা দিচ্ছেন। আসলে অমল, সুব্রত, গোপালেরা এসেছেন পুণ্যার্থীদের কাছে নিজের শিল্পকে তুলে ধরতে। সঙ্গে কিছু বাড়তি উপার্জন করে বাড়ি ফিরবেন তাঁরা।

advertisement

View More

গঙ্গাসাগর মেলার শেষে সকলের মতো বাড়িতে ফিরছেন তাঁরাও। মেলার কয়েকটি দিন তাঁদের দেখে অনেক পুণ‍্যার্থী সেলফি তুলেছেন।  আবার একটা বছরের অপেক্ষা, এরপর মেলায় আবার দেখা মিলবে তাদের।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : এবছর গঙ্গাসাগর মেলা মাতিয়ে রাখলেন বহুরূপীরা, জামাই-শ্বশুরকে দেখে মুগ্ধ সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল