TRENDING:

South 24 Parganas News: জিন্স ওয়াশ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৪ শ্রমিক

Last Updated:

এখানেই আছে জব্বার শেখের জিন্স ওয়াশ কারখানা। ওই কারখানাতেই শুক্রবার গভীর রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, কারখানায় কাজের জন্য কেমিকেল ভর্তি করে রাখা ছিল ড্রামে। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা ছুটে এসে দেখে কারখানার চার শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ওয়াশ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে উড়ে যায়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে চার শ্রমিক। মহেশতলার চট্টা মাঝেরপোল এলাকার ঘটনা।
advertisement

এই এলাকায় জিন্সের প্যান্ট ওয়াশের কারখানা আছে বাড়িতে বাড়িতে‌। জায়গাটি মহেশতলা বিধানসভার অন্তর্গত হলেও আশুতি থানার মধ্যে পড়ে। এখানেই আছে জব্বার শেখের জিন্স ওয়াশ কারখানা। ওই কারখানাতেই শুক্রবার গভীর রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, কারখানায় কাজের জন্য কেমিকেল ভর্তি করে রাখা ছিল ড্রামে। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা ছুটে এসে দেখে কারখানার চার শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তোরা তাদের দ্রুত স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

আরও পড়ুন: জঙ্গলে আগুন লাগানো ঠেকাতে কড়া পদক্ষেপ, আশেপাশের গ্রামে শুরু হয়েছে অভিযান

আহত চার শ্রমিকের‌ই বাড়ি শিলিগুড়িতে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার সামনের অংশ ভেঙে যায়। কারখানার সব কাঁচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে আশুতি থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে কারখানা সহ ঘটনাস্থল সিল করে দেওয়া হয়। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে কারখানা কর্তৃপক্ষ বা স্থানীয়রা কেউ মুখ খুলতে চাইছেন না। ফলে এই ঘটনা ঘিরে নানান রকম জল্পনা শুরু হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অর্পণ মণ্ডল

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জিন্স ওয়াশ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৪ শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল