আরও পড়ুন: চোখের সামনে হুড়মুড়িয়ে মাটিতে মিশে গেল ঘর! একটুর জন্য প্রাণে বাঁচল শিশুসহ চারজন
মাত্র ৭ টাকায় ২০ লিটার আর্সেনিকমুক্ত পানীয় জল পেয়ে খুশি জয়নগরের মানুষ। ২০ লিটার পানীয় জলের জার আজকাল সর্বত্র পাওয়া যায়। তবে ব্র্যান্ড ভেদে কেউ ৩০ আবার কেউ ৪০ টাকা নেয়। আবার কোথাও ৬০ টাকা দাম হয়। তবে জয়নগরের দক্ষিণ বারাসতে মাত্র ৭ টাকায় পাওয়া যাচ্ছে আর্সেনিক মুক্ত এই পানীয় জল। এত কম টাকায় কী করে আর্সেনিকমুক্ত পরিশুদ্ধ পানীয় জল বিক্রি করছেন তা নিয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্ট ব্যবসায়ী জানান, তাঁর বিক্রির পরিমাণ অনেক তাই কম দামে জল দিতে পারছেন।
advertisement
যদিও আগামী দিনে এত কম টাকায় পানীয় জল দিতে পারবেন কিনা তা নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী নিজেই সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘কতদিন এভাবে পারব জানি না। যেভাবে চাহিদা বাড়ছে তাতে আমি ঠিক সময়ে জল পৌঁছে দিতে পারছি না। তবে যতদিন এই ব্যবসা করব ৭ টাকার বিনিময়ে বাড়িতে বাড়িতে জলের ড্রাম পৌঁছে দেব। শুধুমাত্র একটা ফোন করলেই আমরা বাড়িতে গিয়ে এই জলের ড্রাম পৌছে দিয়ে আসছি।’ এই প্রসঙ্গে এক উপভোক্তা বলেন, আর কোথাও এত কম টাকার বিনিময় জল দেওয়া হয় বলে জানা নেই। এতে তাঁরা লাভবান হচ্ছেন বলেও জানান ওই উপভোক্তা।
সুমন সাহা