TRENDING:

South 24 Parganas News: আর্সেনিকমুক্ত ২০ লিটার পানীয় জল বিক্রি হচ্ছে মাত্র ৭ টাকায়!

Last Updated:

অবাক কাণ্ড! জয়নগরে মাত্র ৭ টাকায় পাওয়া যাচ্ছে ২০ লিটার আর্সেনিকমুক্ত পানীয় জল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: জলের দরে পাওয়া যাচ্ছে জল! মাত্র ৭ টাকায় ২০ লিটার আর্সেনিক মুক্ত পানীয় জল বিক্রি হচ্ছে জয়নগরে। এক ফোনে এই পানীয় জল পৌঁছে যাবে বাড়িতে। অথচ এই পরিমাণ পানীয় জলের বাজার মূল্য ৩০-৮০ টাকা।
advertisement

আরও পড়ুন: চোখের সামনে হুড়মুড়িয়ে মাটিতে মিশে গেল ঘর! একটুর জন্য প্রাণে বাঁচল শিশুসহ চারজন

মাত্র ৭ টাকায় ২০ লিটার আর্সেনিকমুক্ত পানীয় জল পেয়ে খুশি জয়নগরের মানুষ। ২০ লিটার পানীয় জলের জার আজকাল সর্বত্র পাওয়া যায়। তবে ব্র্যান্ড ভেদে কেউ ৩০ আবার কেউ ৪০ টাকা নেয়। আবার কোথাও ৬০ টাকা দাম হয়। তবে জয়নগরের দক্ষিণ বারাসতে মাত্র ৭ টাকায় পাওয়া যাচ্ছে আর্সেনিক মুক্ত এই পানীয় জল। এত কম টাকায় কী করে আর্সেনিকমুক্ত পরিশুদ্ধ পানীয় জল বিক্রি করছেন তা নিয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্ট ব্যবসায়ী জানান, তাঁর বিক্রির পরিমাণ অনেক তাই কম দামে জল দিতে পারছেন।

advertisement

View More

যদিও আগামী দিনে এত কম টাকায় পানীয় জল দিতে পারবেন কিনা তা নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী নিজেই সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘কতদিন এভাবে পারব জানি না। যেভাবে চাহিদা বাড়ছে তাতে আমি ঠিক সময়ে জল পৌঁছে দিতে পারছি না। তবে যতদিন এই ব্যবসা করব ৭ টাকার বিনিময়ে বাড়িতে বাড়িতে জলের ড্রাম পৌঁছে দেব। শুধুমাত্র একটা ফোন করলেই আমরা বাড়িতে গিয়ে এই জলের ড্রাম পৌছে দিয়ে আসছি।’ এই প্রসঙ্গে এক উপভোক্তা বলেন, আর কোথাও এত কম টাকার বিনিময় জল দেওয়া হয় বলে জানা নেই। এতে তাঁরা লাভবান হচ্ছেন বলেও জানান ওই উপভোক্তা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আর্সেনিকমুক্ত ২০ লিটার পানীয় জল বিক্রি হচ্ছে মাত্র ৭ টাকায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল