সেই সঙ্গে এবার পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে কাকদ্বীপ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের। কাকদ্বীপ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রায় ৫০ জন চালককে নিয়ে এই প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়। প্রশিক্ষণে ট্রাফিক আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজের ক্ষেত্রে অনেক বেশী সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে বলে জানান পুলিশ আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ উদ্ধার ছ'টি বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ, গ্রেফতার এক
সেই সঙ্গে বিভিন্ন ট্রাফিক আইন সম্বন্ধে আ্যম্বুলেন্স চালকদেরকে অবগত করতেই সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে বলে খবর। এ নিয়ে সুন্দরবন পুলিশ জেলার আইসি ট্রাফিক সঞ্জয় বিশ্বাস জানান, মূলত আ্যম্বুলেন্স চালকরা মুমূর্ষ রোগীদের জীবন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন। তাদরকে প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি সেকারণেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এর সঙ্গে ট্রাফিকের বিভিন্ন নিয়ামাবলি তাদের জানানো হয়েছে।
Nawab Mallick