সুন্দরবনে বেড়াতে আসা একাধিক পর্যটকের দল সুন্দরবন জঙ্গলের বাঘের দেখা পেয়েছেন বলে দাবি করেছে। শীতকাল মানে দেদার আনন্দ আর চড়ুইভাতি। আর তার সঙ্গে অবশ্যই আছে ভ্রমণ। এ বারের গন্তব্য হোক সুন্দরবন। এই মরশুমে বেশ কয়েকবার ঝিলা এক নম্বর জঙ্গলে দেখা মিলেছে রয়েল বেঙ্গল টাইগার। আর যদি সামনে থেকে বাঘের চাক্ষুষ দর্শন পাওয়া যায় তাহলে কেমন লাগবে।
advertisement
আরও পড়ুনঃ বন্দে ভারতে বোলপুর থেকে এনজেপি যেতে ৩৮০ টাকা ছাড়! এই পদ্ধতিতে টিকিট কাটুন
কীভাবে এখানে আসবেন:
শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লোকালে ক্যানিং নেমে সেখান থেকে যে কোনও গাড়িতে ঝড়খালি। আর ঝড়খালি থেকে বোর্ট বা লঞ্চে করে পাড়ি দেওয়া। আর সেখান থেকে কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে এক নম্বর ঝিলা জঙ্গলে। তবে সুন্দরবনে আসলে রাত কাটাতে হবে লঞ্চে বা বোর্ড মধ্যে রান্না করা খাওয়া দাওয়া তার একটা আলাদা অনুভূতি। তবে নতুন বছরে শুরুতেই যদি কয়েক দিনের জন্য সুন্দরবনে ঘুরতে আসেন তাহলে মিলতে পারে বাঘের দেখা।
সুমন সাহা