তবে একটি পূর্ণবয়স্ক বাঘ ও তিনটি শাবক। মূলত সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জ অফিসের চোরাগাজি খালি জঙ্গলের কাছে সোমবার বিকেলে একটি বাঘিনীকে প্রথম লক্ষ্য করে পর্যটকদের জলযান। তারপর সেই বাঘিনীটির পেছনে ছিল আরো তিনটি বাঘ শাবক। চারটি বাঘের একসাথে নদী সাঁতরানো দৃশ্য ক্যামেরাবন্দি হলো।
আরও পড়ুন: ডেঙ্গির থেকে বাঁচতে বাড়িতে লাগান সিট্রোনেলা ঘাস! সামান্য যত্নে পাবেন সুরক্ষা! জানুন উপকার
advertisement
যা সুন্দরবনের ক্ষেত্রে একেবারে বিরল ঘটনা। সুন্দরবনে বাঘ দেখতে পাওয়া নতুন কোন বিষয় নয়। প্রায়ই পর্যটকরা বাঘ দেখতে পাচ্ছেন সুন্দরবনের জঙ্গলে ভ্রমণে এসে। তবে একসাথে বাঘিনী ও তিনটে শাবক দেখার ঘটনা একেবারে বিরল। শেষ কবে সুন্দরবনের জঙ্গলে এইভাবে তিনটি শাবককে নিয়ে বাঘিনীকে দেখা গেছে তা স্মরণ করতে পারছেন না বনদপ্তরের আধিকারিকরা। এতে দারুণ ভাবে আপ্লুত ওই পর্যটকরাl
সুমন সাহা