TRENDING:

Sundarban: একটু একটু করে বাংলাদেশের দিকে এগোচ্ছে সুন্দরবন, চিন্তায় পরিবেশবিদরা!

Last Updated:

বাংলাদেশের দিকে ক্রমশ সরে যাচ্ছে সুন্দরবন। ক্রমশ ছোট এবং পাতলা হয়ে আসছে ভারতীয় সুন্দরবনের অংশ। আর যার ফলে চিন্তায় পড়েছেন পরিবেশবিদরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বাংলাদেশের দিকে ক্রমশ সরছে সুন্দরবন। আর যার ফলে চিন্তায় পড়েছেন পরিবেশবিদরা। ইতিমধ্যে গোলপাতা, সুন্দরির মত ম্যানগ্রোভ গাছ বাংলাদেশের দিকে সরতে শুরু করেছে। আর যার ফলে ক্রমশ ছোট হয়ে আসছে ভারতীয় সুন্দরবনের অংশ। কিন্তু কেন এমন ঘটছে। এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গিয়েছে ভারতীয় সুন্দরবনের অংশে মাটির লবনাক্ততা বৃদ্ধি পেয়েছে। যার কারণে অনেক প্রজাতি নষ্ট হয়ে গিয়েছে। জল বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকলে এই সমস্যা সৃষ্টি হচ্ছে।
advertisement

ম্যানগ্রোভ উদ্ভিদ তাদের শ্বাসমূল দিয়ে অক্সিজেন সংগ্রহ করে। কিন্তু সমুদ্র ও নদীর নোনাজল বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকলে অক্সিজেন পাচ্ছে না ম্যানগ্রোভ উদ্ভিদ। একই সঙ্গে কমছে অঙ্কুরোদগমের ক্ষমতা।

আরও পড়ুন ঃপঞ্চায়েতের উত্তাপ! গভীর রাতে তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি কোপ, অভিযুক্ত আইএসএফ

এছাড়াও রয়েছে মাটিতে মিষ্টি জলের পরিমাণ কমে যাওয়া। সুন্দরবন গড়ে উঠেছে নোনা ও মিষ্টি জলের সমন্বয়ে গড়ে ওঠা খাঁড়ি গুলিতে। হুগলি নদী দিয়ে আসা মিষ্টি জলের থেকে পদ্মা ও বাংলাদেশের বিভিন্ন নদীগুলি থেকে মিষ্টি জল বেশি পরিমাণে পাচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদগুলি।

advertisement

View More

ফলে প্রকৃতিগত কারণেই বাংলাদেশের দিকে সরছে সুন্দরবন। একথা জানিয়েছেন পরিবেশবিদ তথা সুন্দরবন ডেভলপমেন্ট বোর্ডের জয়েন্ট ডিরেক্টর সুভাষ চন্দ্র আচার্য। তিনি আরও জানিয়েছেন ভারতীয় সুন্দরবনের ভিতরের অনেক জায়গায় গাছের ঘনত্ব খুবই কমেছে। যা আগামীতে সুন্দরবনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarban: একটু একটু করে বাংলাদেশের দিকে এগোচ্ছে সুন্দরবন, চিন্তায় পরিবেশবিদরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল