সুন্দরবনের কৃষকরা চাষের কলাকৌশল সম্বন্ধে সাধারণত অনেকটা এগিয়ে থাকলেও তাঁরা বিশেষ একটা আয় করে উঠতে পারেন না। সেই দিকে লক্ষ্য রেখেই সুন্দরবনের কৃষকদের নিয়ে এই বিশেষ কর্মশালা আয়োজিত হয়। এখানে কৃষি কাজের নয়া প্রযুক্তি ব্যবহার করে কীভাবে অতিরিক্ত আয় করা সম্ভব তা হাতে কলমে শেখান বিজ্ঞানীরা। দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আইসিএআর ফাউন্ডেশনের সহযোগিতায় এই শিবির আয়োজিত হয়।
advertisement
আরও পড়ুন: অরণ্য সপ্তাহে সবাইকে নিয়ে অন্যরকম উৎসবে মাতলেন নবদ্বীপের এই দম্পতি
সোমবার ভার্চুয়ালি এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। উপস্থিত ছিলেন মৎস্য, প্রাণী পালন ও ডেয়ারি দফতরের কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা। হাজির ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ কৃষিবিজ্ঞান কেন্দ্রের মহারাজ স্বামী সদানন্দজি ও নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান চন্দন মণ্ডল সহ আরও অনেকে।
প্রায় ৭০ জন কৃষককে নিয়ে এই শিবির শুরু হয়েছে। ন্যাচারাল ফার্মিং এবং ড্রোন টেকনোলজি ব্যবহার করে কীভাবে অতিরিক্ত আয় করা সম্ভব তা কৃষকদের হাতে-কলমে শেখানো হচ্ছে। গোটা ব্যবস্থাপনায় খুশি কৃষকরা। তাঁরা ফিরে গিয়ে নিজেদের জমিতে চাষের ক্ষেত্রে এগুলি প্রয়োগ করে দেখতে চান।
সুমন সাহা