এই ঘটনায় প্রদীপ নস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশের চোখের আড়ালে এই ব্যক্তি বিক্রিকরছিল মদ। মোট ১৮২ বোতল বিভিন্ন কোম্পানির মদ উদ্ধার হয়েছে।তবে এ ব্যাপারে ক্যানিং এস. ডি. পি .ও দিবাকর দাস তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান গভীর রাতে আমাদের বিশ্বস্ত সুত্র মারফত একটি খবর আসে ক্যানিং অটো স্ট্যান্ডের কাছে বেআইনিভাবে মদ বিক্রয় হচ্ছে।
advertisement
তারপর আমরা তৎপর হয়ে ক্যানিং থানার পিসি পার্টি টিম ও আই সি নিজে আমরা একটি অপারেশন চালায় ১৮২ টি ফরেন লিকার অর্থাৎ মদ আমরা উদ্ধার করি।পাশাপাশি ক্যানিং মিঠাখালীর বাসিন্দা এক যুবককে আমরা গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হবে। নিজের দোকানে অন্যান্য সামগ্রীর আড়ালে বেআইনি ভাবে এই অভিযুক্ত দেশী ও বিদেশী মদ বিক্রি করছিল বলে দাবি পুলিশের। পাশাপাশি এই ব্যক্তি কোথায় থেকে এগুলি এনে বিক্রয় করছে সে বিষয়ে তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ।
সুমন সাহা