সেইমতো আজ অর্থাৎ একাদশীর দিন ওই ছাতু গঙ্গার ঘাট দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত প্রতিমা ভাসানের পর যে কাঠামোগুলি আছে সেগুলি পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে। পাশাপাশি এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা অলোক দাস তিনি জানান বহুপ্রাচীন এই দক্ষিণ বারাসাত এলাকার এই ছাতু গঙ্গার ঘাট। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই ঘাটে দক্ষিণ বারাসাতে এদত অঞ্চলের সমস্ত প্রতিমা এখানে ভাসান করা হয়।
advertisement
আরও পড়ুনঃ আতসবাজির প্রদর্শনী দেখতে বিপুল জনসমাগম কাশীনগরে
পাশাপাশি এই ঘাটে প্রতিমা ভাসানের পর প্রচুর কাঠামো এবং ঠাকুরের সমস্ত সাজ পোশাক এই গঙ্গায় আমরা ভাসতে দেখি এবং প্রচুর আবর্জনা জমে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। আজ দেখছি দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই ঘাটের সংস্কার হচ্ছে এবং সমস্ত প্রতিমা ঘাট থেকে তুলে নেয়া হচ্ছে। এই ধরনের কাজকে দেখে খুব ভালো লাগছে প্রতি বছর যদি এই ধরনের কাজ করে তাহলে এলাকার মানুষেরা উপকৃত হবে বলে আমি মনে করি।
আরও পড়ুনঃ মা'কে বিদায় জানানোর পালা, ডায়মন্ড হারবার জুড়ে চলছে বিজয়া দশমী
পাশাপাশি দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরুন লস্কর তিনি জানান এই গঙ্গার ঘাট বহু প্রাচীন এইগঙ্গার ঘাট তাই আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এই ঘাট সংস্কার করা একটি উন্নয়নমূলক কাজের মধ্যে পড়ে যার কারনে এই গঙ্গার ঘাট পরিষ্কার না করলে অনেক রকম সমস্যা হতে পারে সে কথা মাথায় রেখে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এই ঘাট সংস্কার করা হচ্ছে।
Suman Saha