বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় দু'জনকে। এছাড়াও প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা এমনটাই অভিযোগ। কোনমতে স্থানীয় মানুষের হস্তক্ষেপে রক্ষা পান ওই দম্পতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত মালঞ্চ মাহিনগর এলাকায়।
এ বিষয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা। অভিযোগের ভিত্তিতে একজন গ্রেফতার হলেও বাকি ছয় সাতজন অভিযুক্ত পলাতক। বাকি ছয় জন অভিযুক্তকে খোঁজে তল্লাশি চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ। আক্রন্তদের দাবি, দিনের পর দিন এই এলাকায় মদ, গাঁজা আসর বেড়েই চলেছে।অন্যান্য নেশার পাশাপাশি সাট্টা, জুয়ার ঠেক চলছে এ বিষয়ে পুলিশ প্রশাসন কিম্বা স্থানীয় কাউন্সিলর কোন উদ্যোগ নিচ্ছেন না এগুলো বন্ধ করার। উল্টে প্রতিবাদ করলেই আক্রান্ত হতে হচ্ছে অভিযুক্তদের হাতে। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত ঐ দম্পতি।
advertisement
সুমন সাহা
Location :
First Published :
Dec 03, 2022 9:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: বাড়ির সামনে মদ্যপান, জুয়া! প্রতিবাদ করায় ভয়াবহ ঘটনা ঘটল দম্পতির সঙ্গে!






