আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল সাগরে মকরসংক্রান্তির সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। ফলে কনকনে ঠান্ডার প্রকোপ নেই বললেই চলে। দিনের বেলা তাপমাত্রা এখানে অনেকটাই বেশি। প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায়, অনেকটাই গরম রয়েছে এখানে। ফলে পুণ্যার্থীরা মনের আনন্দে ডুব দিচ্ছেন সাগরে।
আরও পড়ুন: মানুষ বাঁচাবে ওরা, গঙ্গাসাগর দাপিয়ে বেড়াচ্ছে লিলি ও রোমিও! সাগরে দুরন্ত চমক
advertisement
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই অনুভূতি কমছে। গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীরা হালকা শীতবস্ত্র আনতে পারেন। সকালের দিকের কুয়াশা ভোগাতে পারে নিত্যযাত্রীদের। ঘনকুয়াশা সৃষ্টি হলে, সেক্ষেত্রে প্রভাব পড়বে ভেসেল পরিষেবা। শুক্রবার বৃষ্টির সম্ভবনা নেই। রোদ ঝলমলে আকাশ থাকবে এই কয়েকদিন। ভোররাতে ঠান্ডা পড়ছে এখানে। ফলে পুণ্যার্থীদের কিছুটা হলেও শীত অনুভূত হচ্ছে।
আরও পড়ুন: ঘুম ভাঙতেই উত্থিত লিঙ্গ স্বাস্থ্যের জন্য ভাল না খারাপ? পুরুষরা অবশ্যই জানুন
তবে বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে। কুয়াশার জেরে সকালের দিকে একটু অসুবিধা হতে পারে যাত্রীদের। এ বছর আবহাওয়া অনুকূল থাকতে পারে শুনে, এখন থেকেই সাগরে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। তবে আর দেরি কীসের, চলে আসুন গঙ্গাসাগরে।
নবাব মল্লিক