TRENDING:

South24Parganas News: ভাসান হয়ে গেলেই কাঠামো তুলতে ছোটে খুদেরা! কারণ জানলে চোখে জল আসবে

Last Updated:

South24Parganas News: প্রতিমা বিসর্জন হয়ে গেলেই খুদেরা ঝাঁপ দেয় নদীতে। তুলে আনে মায়ের কাঠামো। কেন জানেন? জানলে চোখে জল আসবে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারুইপুর: বাঙালি সেরা উৎসব দুর্গা পুজো আপামর বাঙালি পুজোর চারটে দিন মেতে উঠেছিল উৎসব ঘিরে মনের মধ্যে একটা বড় জায়গা করে বসেছিল দুর্গা পুজো আবারো অপেক্ষা একটি বছর। বাঙালি নাওয়া খাওয়া বাদ দিয়ে সমস্ত কাজ কর্মতুলে মেতেছিল উৎসবে আবারো যে যার কাজে ফিরছে বাঙালি। পুজোর কটা দিন নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখা পেট পুরে খাওয়া তার একটা আলাদা অনুভূতি ছিল মানুষের মধ্যে। প্রতিটা পুজো মণ্ডপের  প্রতিমা ভাসান হয়ে গিয়েছে যে যার এলাকার গঙ্গার ঘাটে। কখনো পুরসভা আবার কখনো পঞ্চায়েতের তরফ থেকে যে সমস্ত এলাকায় প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। সেই সব গঙ্গায় ঘাট পরিষ্কার করে দিয়েছে।
কাঠামো তুলছে খুদেরা
কাঠামো তুলছে খুদেরা
advertisement

কিন্তু এ এক অন্য চিত্র দেখা গেল।  আমরা জানি সাধারণত এই দুর্গা পুজোতে গরীব বড়লোক সবার মধ্যে একটা আলাদা অনুভূতি পুজোতে সবাই মেতে ওঠে। কিন্তু জয়নগরের একটি গঙ্গার ঘাটে যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। সেখানে কয়েকজন খুদে তারা প্রতিমা বিসর্জন হওয়ার পরে সেই কাঠামো গুলি তুলে তারা এলাকার যে সমস্ত প্রতিমা শিল্পীরা আছে তাদের কাছে বিক্রি করে একটা উপার্জনের করার জন্য একটি বছর তারা অপেক্ষা করে থাকে।

advertisement

আরও পড়ুন: পুকুরে স্নান করলেই দূর হয় অন্ধত্ব! ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালীর পুজো হয় কান্দিতে! জানুন

এই কাঠামো তুলে তারা বিক্রয় করে, টাকা পায়। তা দিয়েই চলে তাদের সংসার। পাশাপাশি এ বিষয়ে এক যুবক দিবাকর মন্ডল তিনি বলেন, আমরা কয়েকজন মিলে এই কাঠামো গুলো তুলে তার গায়ে যেসব জিনিসপত্র থাকে সেগুলি পরিষ্কার করে বিক্রি করি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: ভাসান হয়ে গেলেই কাঠামো তুলতে ছোটে খুদেরা! কারণ জানলে চোখে জল আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল