কিন্তু এ এক অন্য চিত্র দেখা গেল। আমরা জানি সাধারণত এই দুর্গা পুজোতে গরীব বড়লোক সবার মধ্যে একটা আলাদা অনুভূতি পুজোতে সবাই মেতে ওঠে। কিন্তু জয়নগরের একটি গঙ্গার ঘাটে যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। সেখানে কয়েকজন খুদে তারা প্রতিমা বিসর্জন হওয়ার পরে সেই কাঠামো গুলি তুলে তারা এলাকার যে সমস্ত প্রতিমা শিল্পীরা আছে তাদের কাছে বিক্রি করে একটা উপার্জনের করার জন্য একটি বছর তারা অপেক্ষা করে থাকে।
advertisement
আরও পড়ুন: পুকুরে স্নান করলেই দূর হয় অন্ধত্ব! ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালীর পুজো হয় কান্দিতে! জানুন
এই কাঠামো তুলে তারা বিক্রয় করে, টাকা পায়। তা দিয়েই চলে তাদের সংসার। পাশাপাশি এ বিষয়ে এক যুবক দিবাকর মন্ডল তিনি বলেন, আমরা কয়েকজন মিলে এই কাঠামো গুলো তুলে তার গায়ে যেসব জিনিসপত্র থাকে সেগুলি পরিষ্কার করে বিক্রি করি।
advertisement
সুমন সাহা
Location :
First Published :
Oct 08, 2022 8:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: ভাসান হয়ে গেলেই কাঠামো তুলতে ছোটে খুদেরা! কারণ জানলে চোখে জল আসবে






