এরপর দুই ছাত্র ছাত্রীর অভিভাবককে ডেকে পাঠানো হয় স্কুলে। ক্লাসের মধ্যে নাচের রিল ভিডিও তৈরি করায় তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে দুই ছাত্র ছাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সেসময় জানানো হয় স্কুলের পক্ষ থেকে।
এরপরই ম্যানেজিং কমিটির বৈঠকে ওই ছাত্র ছাত্রীদের সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। ওই ছাত্র ছাত্রীদের কাউন্সিলিং করার প্রয়োজন আছে বলে জানানো হয়েছে। যদিও এ ব্যাপারে ওই ছাত্রছাত্রীদের অভিভাবকগণের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ নিয়ে মৌসুনী দ্বীপের কোঅপারেটিভ উচ্চ মাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় শী জানিয়েছেন ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে ভিডিও বানিয়েছিল। এটি তিনি শুনেছেন। বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা অতিরিক্ত মোবাইল ব্যবহার করছে। যার ফলে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় যেটুকু ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক