প্রায় আড়াই মাস পর এই ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৩ ব্যক্তির নাম, সামসুদ্দিন পেয়াদা তাকে ঢোলাহাটের উত্তরাবাদ থেকে গ্রেফতার করা হয়। নুরুল মোল্লা নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় বারুইপুরের মল্লিকপুর থেকে। এই ঘটনায় জড়িত তৃতীয় ব্যক্তির নাম হরিপুর গাজী তাকে জীবনতলার তালদি থেকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সামসুদ্দিন পেয়াদার বাড়ি থেকে রুপোর মুকুট ও হার, সোনার নাকছাবি, পিতলের বাসনপত্র উদ্ধার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
রায়দিঘী ব্যবসায়ী সমিতি দ্বারা পরিচালিত এই কালীমন্দির প্রায় ৭০ বছরের পুরানো মন্দির বলে খবর। কয়েকবছর আগে মন্দিরের সংস্কার করা হয়। নতুন রূপে সাজানো হয় মন্দির। নতুন মন্দিরের চতুর্দিকে বসানো হয় সিসিটিভি।
এই ঘটনায় মন্দির কমিটির সভাপতি সন্তোষ মাইতি জানান ঘটনাটি খুবই অনভিপ্রেত এবং দু:খজনক ঘটনা। থানায় এই ঘটনা সম্বন্ধে লিখিত অভিযোগ ও জানানো হয়েছিল। পুলিশের ভুমিকায় তারা খুবই খুশি বলে খবর।
নবাব মল্লিক