সেই সময় পদ্মপুকুর মোড়ে স্থানীয় বাসিন্দারা মোটর ভ্যান বোঝাই আটার বস্তা দেখে গাড়ির চালকদেরকে জিজ্ঞাসাবাদ করলে তখনই মোটর ভ্যান চালকেরা আটার বস্তা বোঝাই গাড়ি রেখে পালিয়ে যায়। পরে ঘটনার খবর দেওয়া হয় উস্থি থানার পুলিশকে। খবর পেয়ে উস্তি থানার পুলিশ কয়েকটি মোটর ভ্যান সহ আটার বস্তাগুলি উদ্ধার করে।
আরও পড়ুন: নিউটাউনে গেস্ট হাউসের আড়ালে মধুচক্র! কী চলছিল নাবালিকাদের সঙ্গে! হাতে-নাতে ধরল পুলিশ
advertisement
আরও পড়ুন:
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রেশনের আটা বোঝাই মোটরভ্যান গুলি আটক করা হয়েছে। তবে এই রেশন সামগ্রী কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো তার তদন্ত শুরু করা হয়েছে।পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দাবী, রেশন সামগ্রী চুরি করে এলাকার কোন এক রেশন ডিলার পাচার করছিল।তবে আটার বস্তাগুলি কোন রেশন ডিলারের ? কোথায় পাঠানো হচ্ছিলো এগুলি ? সে বিষয়ে তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।
আনিশ উদ্দিন মোল্লা