আর এই যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল কৈখালীর এই জেটিঘাটটি।গত কয়েক বছর ধরে সুন্দরবনের আয়লা আমফান এর মত বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই জেটিঘাট টি একেবারে ভেঙে নষ্ট হয়ে যায়।এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে যেকোনোভাবেই এই জেটিঘাট টি নতুন ভাবে তৈরি করে না দিলে পর্যটক থেকে সাধারণ মানুষের পারাপার করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।
advertisement
আরও পড়ুন: ‘চা খাবে কি দাদা? চা!’ র্যাপ গেয়ে চা বিক্রি! তুমুল ভাইরাল চা-ওয়ালা শাহজাদা!
আরও পড়ুন:
বেশ কিছুদিন আগে আমরা নিউজ এইট্টিন লোকালে এই বেহাল জেটিঘাটের খবর তুলে ধরি।তারপর এই জেটি ঘাটে কাজ চালু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই ওই জেটিঘাটের ওয়ার্ক অর্ডার তৈরি হয়ে গিয়েছে। জোর কদমে কাজও চালু হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। জেটিঘাট টি তৈরি হয়ে গেলে ওই জেটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তাই এই জেটিঘাট টি সারানো হয়ে গেলে প্রচুর মানুষ এবং সুন্দরবনে ঘুরতে আসা পর্যটক রা অনেক উপকৃত হবে।
সুমন সাহা