TRENDING:

Sundarbans: এবার আরও সহজে, কম সময়ে পৌঁছানো যাবে সুন্দরবন! জানুন

Last Updated:

Sundarbans: সুন্দরবন যাবেন ভাবছেন? এবার যান আরও সহজে এবং কম সময়ে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৈখালী : দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের অন্য একটি প্রবেশদ্বার কৈখালী।প্রতিবছর শীতকালীন আবহাওয়া কাটাতে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বহু পর্যটক সুন্দরবনে বেড়াতে আসে। আর সেই সুন্দরবনের আরও একটি অন্যতম প্রবেশদ্বার কৈখালী। আরে কৈখালী থেকে সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়া যায়। তার মধ্যে অন্যতম ঝড়খালি সজনেখালী সুদন্যখালি বনি ক্যাম্প এই ধরনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে গেলে কৈখালী থেকেই যাওয়া যায়।
advertisement

আর এই যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল কৈখালীর এই জেটিঘাটটি।গত কয়েক বছর ধরে সুন্দরবনের আয়লা আমফান এর মত বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই জেটিঘাট টি একেবারে ভেঙে নষ্ট হয়ে যায়।এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে যেকোনোভাবেই এই জেটিঘাট টি নতুন ভাবে তৈরি করে না দিলে পর্যটক থেকে সাধারণ মানুষের পারাপার করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।

advertisement

আরও পড়ুন:  ‘চা খাবে কি দাদা? চা!’ র‍্যাপ গেয়ে চা বিক্রি! তুমুল ভাইরাল চা-ওয়ালা শাহজাদা!

আরও পড়ুন:

View More

বেশ কিছুদিন আগে আমরা নিউজ এইট্টিন লোকালে এই বেহাল জেটিঘাটের খবর তুলে ধরি।তারপর এই জেটি ঘাটে কাজ চালু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই ওই জেটিঘাটের ওয়ার্ক অর্ডার তৈরি হয়ে গিয়েছে। জোর কদমে কাজও চালু হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। জেটিঘাট টি তৈরি হয়ে গেলে ওই জেটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তাই এই জেটিঘাট টি সারানো হয়ে গেলে প্রচুর মানুষ এবং সুন্দরবনে ঘুরতে আসা পর্যটক রা অনেক উপকৃত হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarbans: এবার আরও সহজে, কম সময়ে পৌঁছানো যাবে সুন্দরবন! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল