তাই এই ধরণের সিদ্ধান্ত নিয়েছে তারা। এই স্কুলে সমস্ত ছেলেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর সেই আনন্দে কিছু ছাত্ররা উদযাপনের পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনামাফিক রাস্তায় প্রতিমা বিসর্জনের মতন ভ্যানে করে ডিজে বক্স বাজিয়ে স্কুলে মার্কশিট আনতে যায়, তার সঙ্গে চলছিল উদ্দাম নাচ।
এলাকার ব্যস্ততম রাস্তায় বেশ কিছু ছাত্ররা উদ্দাম নাচে মেতে উঠেছিল। যদিও এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কিছুই জানতেন না। তবে এভাবে বক্স বাজিয়ে রেজাল্ট আনতে যাওয়া এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ বারাসাত এলাকার বাসিন্দারা। এলাকার রাস্তায় কেউ কেউ বলেন ‘‘এখন কি কোনও পুজো আছে? তাহলে রাস্তায় কেন এত বক্স বাজিয়ে ছেলেরা নাচতে নাচতে যাচ্ছে৷’’
advertisement
অনেকেই মজার ছলে বলছে, ‘‘ওরা রেজাল্ট আনতে যাচ্ছে আর ওদের আজ স্কুল জীবন শেষ তাই প্রতিমা বিসর্জন নয়। স্কুল জীবন বিসর্জন দিতে যাচ্ছে।’’ যদিও ছাত্রদের মধ্যে একাংশ বলে, ‘‘আমরা এটা পরীক্ষার শেষ দিন থেকেই ভেবে রেখেছিলাম যে পরীক্ষা রেজাল্ট বের হলে যদি আমরা সবাই পাস করতে পারি তাহলে এই ভাবেই বক্স বাজিয়ে আনন্দ করতে করতে আমরা আমাদের রেজাল্ট আনতে যাব সেইমতো আমরা এটা করলাম।’’
Suman Saha