বজবজের জগন্নাথ গুপ্তা মেডিকেল সাইন্স অ্যান্ড হসপিটালে শুরু হয়েছে ষোড়শতম অপারেশন স্ট্রেট পাইন মিশনের অধীনে এই কর্মসূচি। আগামী ৮ ই এপ্রিল পর্যন্ত চলবে এই সম্মেলন। সারা ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যান্য দেশের খ্যাতনামা অভিজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেছেন এই সম্মেলনে। এই সময়কালের মধ্যে ১৪ জন বিখ্যাত চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ১২ জনের শিরদাঁড়ার বিরল রোগের জটিল অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়।
advertisement
আরও পড়ুন: খাবারে বিষক্রিয়া! বসিরহাটে অসুস্থ ২০০জন, হাসপাতালে ভর্তি ৮০ জন! ভয়াবহ অবস্থা
আরও পড়ুন:
এই সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। শিরদাঁড়া এই জটিল অপারেশনের ক্ষেত্রে সাফল্যের হার প্রায় ৯০ শতাংশ, এই সমস্ত কর্মকাণ্ডের আয়োজক কমিটি 'অপারেশন স্ট্রেট পাইন ট্রাস্ট' এর পক্ষে পক্ষে ডঃ উজ্জ্বল কান্তি দেবনাথ সাংবাদিকদের আরো জানান যে, আগামী ৮ এপ্রিল শেষদিনে এই জিমস হসপিটালেই তৃতীয় কলকাতা স্পাইন ডিফর্মিটি সম্মেলন অনুষ্ঠিত হবে।
নবাব মল্লিক