North 24 Parganas News: খাবারে বিষক্রিয়া! বসিরহাটে অসুস্থ ২০০জন, হাসপাতালে ভর্তি ৮০ জন! ভয়াবহ অবস্থা
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গ্রামের বহু মানুষ সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছোলা, বাতাসর জল, তরমুজ, কাটা বিভিন্ন রকমের ফল খেয়ে অসুস্থ পড়েন অনেকে। এর পরপরই লাফিয়ে লাফিয়ে বাড়ে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা।
বসিরহাট: খাদ্যে বিষক্রিয়ার জের, ডায়রিয়ায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০০ জন, হাসপাতালে ভর্তি ৮০ জন, গ্রামে মেডিকেল টিম। ঘটনাস্থলে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিডিও প্রতিনিধি দল। বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের আবাদ মোহনপুর গ্রামের ঘটনা।
এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গ্রামের বহু মানুষ সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছোলা, বাতাসর জল, তরমুজ, কাটা বিভিন্ন রকমের ফল খেয়ে অসুস্থ পড়েন অনেকে। এর পরপরই লাফিয়ে লাফিয়ে বাড়ে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। মোট ডায়রিয়া আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত ২০০ জন। সময় যত গড়িয়েছে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেটের ব্যথা নিয়ে বসিরহাট স্বাস্থ্য জেলা ও টাকি গ্রামীণ হাসপাতালে ৮০ জন ভর্তি জন ভর্তি। অসুস্থ হয়ে গ্রামে বেশ কয়েকজন রয়েছেন।
advertisement
advertisement
সকাল থেকে টাকি গ্রামীণ হাসপাতালে একে একে শিশু, মহিলা ও পুরুষরা ভর্তি হয়েছেন। চিকিৎসকরা অনুমান করছেন, কাটা ফল খাওয়ার পরে খাদ্যে বিষক্রিয়া হয়, তার জন্য ডায়রিয়া হয়েছে। আজ টাকি গ্রামীণ হাসপাতালে আক্রান্তদের দেখতে যান হাসনাবাদের বিডিও অলিভিয়া বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য আধিকারিক শেখ শাহীন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এসকেন্দার গাজী সহ প্রশাসনিক আধিকারিকরা। হাসপাতালের পাশাপাশি গ্রামে মেডিকেল টিম কাজ করছে দিবারাত্র।
advertisement
Julfikar Mollya
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 7:18 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: খাবারে বিষক্রিয়া! বসিরহাটে অসুস্থ ২০০জন, হাসপাতালে ভর্তি ৮০ জন! ভয়াবহ অবস্থা